উল্টোডাঙায় মহিলা বাউলকে খালধারে ধর্ষণ, ভ্যানচালকের সাত বছর কারাদণ্ড
বর্তমান | ৩০ মার্চ ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মহিলা বাউলকে ধর্ষণ করেছিলেন বলে অভিযোগ উঠেছিল এক ভ্যানচালকের বিরুদ্ধে। অভিযুক্তের নাম দীপু দোলুই (৪০)। প্রায় আড়াই বছর পর এই মামলায় সাজা ঘোষণা হল। সাত বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিল আদালত। শনিবার শিয়ালদহের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অনির্বাণ দাস ওই আদেশ দেন। সঙ্গে দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দশ মাস অতিরিক্ত হাজতবাসেরও নির্দেশ।
এছাড়া বিচারক অন্যান্য ধারাতেও অপরাধীকে পৃথক সাজা দেন। আদালতের মন্তব্য, সমস্ত সাজা একসঙ্গে চলবে। নির্যাতিতা বাউলকে ক্ষতিপূরণ হিসেবে এক লক্ষ টাকা দেওয়ার নির্দেশ লিগ্যাল এইডকে। সরকারি কৌঁসুলি বরুণ দত্ত জানান, ২০২২ সালের ১২ জুলাই ঘটনাটি ঘটেছিল উল্টোডাঙা থানা এলাকায়। দুপুরে ওই মহিলা বাউল খালপাড় দিয়ে বাড়ি ফিরছিলেন। বৃষ্টি পড়ছিল। রাস্তা ছিল নির্জন। তিনি একটি টিনের শেডের তলায় আশ্রয় নেন। আচমকা যুবকটি পিছন থেকে এসে বাউলকে মারধর করে টানতে টানতে খালের ধারে ঝোপে নিয়ে গিয়ে ধর্ষণ করে। মোবাইল, সোনাদানা হাতিয়ে চম্পট দেয়। ওই পথ দিয়ে যাওয়ার সময় কয়েকজন মানুষ কান্নার শব্দ পেয়ে আসেন। মহিলাকে বিবস্ত্র অবস্থায় দেখতে পান। পুলিস তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তাঁর শরীরে ১৭টি আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। মহিলা বাউলের অভিযোগের ভিত্তিতে ধর্ষণ, মারধর, ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করে পুলিস। উল্টোডাঙা থানার অতিরিক্ত ওসি রাজীব চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে পুলিসের একটি টিম অভিযুক্তকে গ্রেপ্তার করে। সময়ের মধ্যে চার্জশিটও পেশ করে। মামলায় সাক্ষ্য দেন ১৩ জন। বাউল মহিলা গোপন জবানবন্দি দেন বিচারকের কাছে। আদালতে অভিযুক্তকে শনাক্তও করেন। দীর্ঘ শুনানির শেষে এদিন দোষী সাব্যস্ত ও সাজা ঘোষণা হল মামলাটির।