নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরে রহস্যজনকভাবে খুন হলেন এক পরিচারক। শনিবার ভরসন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চারু মার্কেট থানার ১৬, দেশপ্রাণ শাসমল রোডে। বছর বাইশের ওই পরিচারকের নাম অবিনাশ বাউরি বলে জানিয়েছে পুলিস। তাঁর বাড়ি আসানসোলের বরাকরে। প্রাথমিক তদন্তে কলকাতা পুলিস জানতে পেরেছে, ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে ওই তরুণকে। ঘটনার ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানিয়েছেন, মৃতের মুখমণ্ডল ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে খুনের কারণ নিয়ে ধন্দে রয়েছে পুলিস। চারু মার্কেট থানার পাশাপাশি লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দারা একযোগে তদন্তে নেমেছেন। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। কলকাতা পুলিসের ডিসি (সাউথ) প্রিয়ব্রত রায় এই খবর জানিয়েছেন।
শনিবারের সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ চারু মার্কেট থানায় খবর আসে, ভাড়াবাড়ির মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন এক তরুণ। ঘটনাস্থলে যান চারু মার্কেট থানার পুলিস ও লালবাজারের গোয়েন্দারা। জানা গিয়েছে, ওই যুবক কুশল ছাবড়া নামে এক ব্যবসায়ীর বাড়িতে পরিচারক হিসেবে নিযুক্ত ছিলেন। ওয়াল পেপারের ব্যবসায়ী কুশল ছাবড়ার লেনিন সরণিতে দোকান রয়েছে। ওই ব্যবসায়ী এবং তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে পুলিস। ‘এনকোয়েস্ট’ করার পাশাপাশি মৃত্যুর কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হচ্ছে। আজ, রবিবার ময়নাতদন্ত হওয়ার কথা। ছাবড়া পরিবারের সদস্যদের সঙ্গে ওই পরিচারকের কেমন সম্পর্ক ছিল, জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। অতি সম্প্রতি কোনও কারণে ওই পরিচারকের সঙ্গে ছাবড়া পরিবারের সম্পর্কের অবনতি হয়েছিল কি না, তাও জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। প্রথম যে ব্যক্তি ওই যুবককে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন, তাঁকেও জিজ্ঞাসাবাদ করছে লালবাজার।