• ব্যবসায়ীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ৩ লাখ টাকা ‘গুন্ডা ট্যাক্স’ দাবি দুষ্কৃতীদের
    বর্তমান | ৩০ মার্চ ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ব্যবসায়ীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ৩ লাখ টাকা তোলা চাওয়ার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কলকাতার বন্দর এলাকার একবালপুরে। শুক্রবার সকাল ১০টা নাগাদ  ঘটনাটি ঘটেছে একবালপুর থানার মোমিনপুরে। কলকাতা পুলিসের এক বিশেষ সূত্রে এই খবর জানা গিয়েছে। 

    প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত শুক্রবার সকাল দশটা নাগাদ।   মহম্মদ সমীর, কউসার, শাহনওয়াজ আখতার, সাহিব আখতার ও মহম্মদ জিসান নামে পাঁচ দুষ্কৃতীর একটি দল বাইকে চেপে এসে মোমিনপুরে  ব্যবসায়ী  রিজওয়ান রশিদ আনসারির মাথা আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তিন লাখ টাকা ‘গুন্ডা ট্যাক্স’ দাবি করে বলে অভিযোগ। ব্যবসায়ী পুলিসকে জানিয়েছেন, এলাকায় দোকান সংস্কার করলে এই টাকা তাদের দিতে হবে বলে হুমকি দেওয়া হয়েছে। টাকা  না পেলে ব্যবসায়ীকে গুলি করার হুমকিও দেয় দুষ্কৃতীরা।  

    উল্লেখ্য, ১৭ নম্বর একবালপুর রোডের বাসিন্দা  রিজওয়ান রশিদ আনসারি সম্প্রতি মোমিনপুরে তাঁর দোকান সংস্কারের কাজে হাত দিয়েছিলেন। বিষয়টি জানতে পেরেই তোলা চাওয়া হয়েছে বলে তদন্তে নেমে একবালপুর থানার পুলিসের অনুমান। ঘটনার পর ব্যবসায়ী রিজওয়ান রশিদের লিখিত অভিযোগের ভিত্তিতে একবালপুর থানা ওই পাঁচজনের বিরুদ্ধে তোলাবাজি ৩০৮(৩), হুমকি ৩৫১ (২) ভারতীয় ন্যায় সংহিতার একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করে তদন্তে নেমেছে। তদন্তে নেমে পুলিস ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে।  এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে, কলকাতা পুলিসের ডিসি (পোর্ট)  হরিকৃষ্ণ পাই জানাচ্ছেন, ‘ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এখনও কেউ গ্রেপ্তার হয়নি।’
  • Link to this news (বর্তমান)