• মৈপীঠের পর এবার দেউলবাড়িতে বাঘের আতঙ্ক
    বর্তমান | ৩০ মার্চ ২০২৫
  • সংবাদদাতা, বারুইপুর: কুলতলির মৈপীঠের পর এবার দেউলবাড়ি। শনিবার রাতে হঠাৎই বাঘের পায়ের ছাপ দেখে প্রবল আতঙ্কে গ্রামবাসীরা। যার জেরে কার্যত গৃহবন্দি অবস্থা তাঁদের। জানা গিয়েছে, সাম্প্রতিক সময়ে ন’বার বাঘের পায়ের ছাপ দেখা যায় কুলতলির মৈপীঠে। সেই আতঙ্ক এখনও পুরোপুরি কাটেনি। তার মধ্যেই পড়শি দেউলবাড়ি গ্রামে বাঘের পায়ের ছাপের দেখা মিলল শনিবার। স্থানীয় সূত্রে খবর, এদিন রাতে স্থানীয় এক মৎস্যজীবী দেখেন, মাকড়ি নদী পেরিয়ে গ্রামের ধানখেতে যাচ্ছে বাঘটি। পরে তিনি গ্রামবাসীদের খবর দিলে, তারা গিয়ে বাঘের পায়ের ছাপ দেখতে পায়। মুহূর্তের মধ্যে সে খবর ছড়িয়ে পড়ে গ্রামে। লাঠি নিয়ে রাত পাহারার সিদ্ধান্ত নেন গ্রামবাসীরা। খবর দেওয়া হয় বনদপ্তর ও কুলতলি থানায়। গ্রামবাসীদের জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। অন্যদিকে, বনদপ্তর 

    বাঘ ধরতে রাতেই জাল পেতেছে বলেই খবর।
  • Link to this news (বর্তমান)