• যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনের সব ডিগ্রি অবৈধ, টাকা ফেরত দিন
    বর্তমান | ৩০ মার্চ ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসব বেআইনি। সেই বাবদ ব্যয় করা টাকা ফেরত দিতে হবে। এই মর্মে রাজ্যপাল তথা আচার্য সি ভি আনন্দ বোস চিঠি পাঠালেন সদ্য অপসারিত অস্থায়ী উপাচার্য ভাস্কর গুপ্তকে। শুধু তাই নয়, চিঠিতে বলা হয়েছে, বেআইনি সমাবর্তনে বিলি হওয়া সমস্ত ডিগ্রিই অবৈধ। এতে ছাত্রছাত্রীদের ভবিষ্যতকেই সঙ্কটে ফেলা হয়েছে।

    চিঠির বক্তব্য, শৃঙ্খলাভঙ্গ থেকে শুরু করে নানা বেআইনি কাজ করেছেন ভাস্করবাবু। তার মধ্যে অন্যতম সমাবর্তন আয়োজন। সেই বাবদ ব্যয় হওয়া অর্থের কোনও হিসেব তিনি দেননি। তাই সেই হিসেব সহ টাকা ব্যাঙ্কে ফেরাতে হবে। সেটা না পারলে ভাস্করবাবুর থেকেই আদায় করা হবে টাকা। প্রসঙ্গত, ভাস্করবাবুর অধ্যাপক হিসেবে চাকরির মেয়াদ শেষ হচ্ছে ৩১ মার্চ। তার চারদিন আগেই হঠাৎ করে তাঁকে অস্থায়ী উপাচার্য পদ থেকে অপসারণ করেন আচার্য।

    চিঠি পেয়ে রীতিমতো হতবাক ভাস্করবাবু। তিনি বলেন, একটু আগেই চিঠি পেয়েছি। কী বলব বুঝতে পারছি না। এ ধরনের কথা তিনি আগেও বলেছিলেন। তা উচ্চশিক্ষা দপ্তরকে জানিয়েছিলাম। বিধি মেনে বাজেট কমিটি, এগজিকিউটিভ কাউন্সিলে সমাবর্তনের সিদ্ধান্ত এবং এ বাবদ ব্যয়ের বিষয়টি পাশ হয়েছিল। একাধিকবার আমন্ত্রণ জানানো হয়েছিল আচার্যকেও। তবে, তিনি আমন্ত্রণ গ্রহণ করেননি। এখন এই চিঠির কী অর্থ, আমি বুঝতে পারছি না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বড় অংশের বক্তব্য, ব্যক্তিগত ক্ষোভ মেটানোর জন্য তিনি একদিকে যেমন ছাত্রছাত্রীদের ডিগ্রিকে অবৈধ বলে তাঁদের বিপাকে ফেলছেন, অন্যদিকে ভাস্করবাবুকে অন্যায্যভাবে চাপে ফেলছেন। 
  • Link to this news (বর্তমান)