• আবার বাঘের আতঙ্ক কুলতলিতে, সারা রাত জেগেই কাটালেন বাসিন্দারা
    এই সময় | ৩০ মার্চ ২০২৫
  • আবার বাঘের আতঙ্ক কুলতলিতে। দিন কয়েক আগেই সেখানকার লোকালয়ে চলে এসেছিল বাঘ। এ বারও লোকালয় সংলগ্ন এলাকায় চলে এসেছে বাঘ। শনিবার সন্ধ্যায় মাতলা ও মাকড়ি নদীর সংযোগস্থল দিয়ে বাঘকে লোকালয়ের দিকে আসতে দেখেন এক মৎস্যজীবী। তাঁর কাছ থেকেই এলাকায় বাঘ আসার খবর জানতে পারেন গ্রামবাসীরা। বিষয়টি জানাজানি হতেই আতঙ্ক তৈরি হয়। খবর দেওয়া হয় পুলিশ ও বনদপ্তরকে। বাঘের আতঙ্কে সারা রাত জেগেই কাটান এলাকার বাসিন্দারা।

    কয়েক দিন আগে দক্ষিণরায়ের জন্য ঘুম উড়েছিল কুলতলি ব্লকের মৈপীঠ-বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের নগেনাবাদের বাসিন্দাদের। এ বার ঘুম উড়েছে কুলতলির দেউলবাড়ি গ্রামের বাসিন্দারাদের। এলাকার বাসিন্দারা জানান, তাঁরা নদীতে মাছ ধরতে গিয়েই বাঘের দেখা পান। লোকালয়ের দিকে চলে আসে সেই বাঘ বলেও তাঁরা দেখেছেন বলে দাবি করেন এলাকার লোকজন।

    সঙ্গে সঙ্গে এলাকার বাসিন্দারা খবর দেন বনদপ্তর, কুলতলি থানার পুলিশ এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যদের।

    বন বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, লোকালয় সংলগ্ন এলাকায় বাঘ ঢুকে পড়েছে বলে খবর পেয়ে রাতেই সেখানে পৌঁছান তাঁরা। বনদপ্তর ও কুলতলি থানার পুলিশ কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাঘ কোন দিকে গিয়েছে তার সন্ধানও করেন। বাঘ ধরতে রাতেই খাঁচা বসানো হয়। যদিও রবিবার সকাল পর্যন্ত সেই বাঘের দেখা পাওয়া যায়নি।

    আধিকারিকরা জানিয়েছেন রবিবার সকাল থেকে বাঘের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বাঘ যাতে লোকালয় সংলগ্ন এলাকায় চলে আসতে না পারে তার জন্য জাল দিয়ে ঘেরার কাজ করা হবে।

    এদিকে, বাড়ির পাশেই বাঘ ঘুরে বেড়াচ্ছে বলে জানার পরেই আতঙ্কে ঘুম উড়েছে স্থানীয়দের। সকালেও তাঁদের চোখে-মুখে আতঙ্ক। তবে এখন একা, বিশেষ করে রাতের অন্ধকারে কেউ যাতে বাড়ির বাইরে না যান সেই বিষয়ে বাসিন্দাদের সচেতন করছেন পুলিশ এবং বন বিভাগের কর্মীরা।

  • Link to this news (এই সময়)