• ইদের দিন মেট্রো কিন্তু কম, জেনে নিন সোমবার ফার্স্ট মেট্রো কখন
    এই সময় | ৩০ মার্চ ২০২৫
  • ইদে মেট্রো পরিষেবায় কাটছাঁট। ৩১ মার্চ সোমবার ইদ-উল-ফিতর উপলক্ষে ২৩৬টি মেট্রো চলবে ব্লু লাইনে। গ্রিন লাইন ওয়ানে চলবে ৯০টি। অন্যান্য দিনে সোমবার ২৬২টি মেট্রো চলে ব্লু লাইন অর্থাৎ নোয়াপাড়া-কবি সুভাষ রুটে। সোমবার চলবে ২৩৬টি। ১১৮টি আপে, ১১৮টি ডাউনে। তবে দিনের প্রথম মেট্রো ও দিনের শেষ মেট্রোর সময়সীমায় কোনও পরিবর্তন আনা হয়নি। অন্য দিকে গ্রিন লাইন ওয়ান অর্থাৎ শিয়ালদহ-সেক্টর ফাইভ রুটে চলবে ৯০টি মেট্রো। ৪৫টি আপ ও ৪৫টি ডাউনে।

    নোয়াপাড়া-কবি সুভাষ রুটে অন্যান্য দিনের মতো সকাল ৬টা ৫০ মিনিটেই প্রথম মেট্রো ছাড়বে। কবি সুভাষ-দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০-এ। ৬টা ৫৫ মিনিটে ছাড়বে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম গাড়ি। ৬টা ৫৫ মিনিটেই মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে।

    কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটের শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ৯টায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রোর সময় রাত ৯টা ২৮। কবি সুভাষ-দমদমের শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪০-এ। কবি সুভাষ-দমদমের নাইট স্পেশাল চলবে রোজের মতোই।

    গ্রিন লাইনে সোমবার ৯০টি মেট্রো চলবে। ২০ মিনিট অন্তর চলবে ট্রেন। শিয়ালদহ-সেক্টর ফাইভ প্রথম মেট্রো সকাল ৬টা ৫৫ মিনিটে। সল্টলেক সেক্টর ফাইভ-শিয়ালদহ প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টা ৫ মিনিটে। রাত ৯টা ৩৫ মিনিটে শিয়ালদহ-সল্টলেক সেক্টর ফাইভে শেষ ছাড়বে। ৯টা ৪০ মিনিটে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহগামী শেষ মেট্রো ছাড়বে।

  • Link to this news (এই সময়)