নিট পরীক্ষার্থীর আত্মহত্যা ঘিরে রাজনৈতিক তরজা ছড়িয়েছে তামিলনাড়ুতে। ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট) পরীক্ষায় পারফরম্যান্স ভালো না হওয়ার আশঙ্কায় ২১ বছরের ওই ছাত্রী আত্মহত্যা করেন বলে জানিয়েছে পুলিশ।
শনিবার রাতে হঠাৎই বৈকুণ্ঠপুর বন বিভাগের আওতাধীন আপালচাদ রেঞ্জের কাঠামবাড়ি জঙ্গলে আগুন লাগে। সেই আগুন কাঠামবাড়ি জঙ্গলের পাশাপাশি গজলডোবা সংলগ্ন সরস্বতীপুর চা বাগান ঘেষা বনাঞ্চলের বড় একটি জায়গা জুড়েও লেগেছে। তবে এখনও পর্যন্ত জঙ্গলের কিছু জায়গায় সেই আগুন জ্বলছে বলে জানা যাচ্ছে।
ইদের মেগা রিলিজ সলমন খানের সিকন্দর। ভক্তরা মুখিয়ে আছে এই ছবি দেখার জন্য। কিন্তু মুক্তির আগেই অনলাইনে লিক হয়ে গেল এই ছবি। টেলিগ্রাম থেকে শুরু করে ফিল্মিজিলা, মুভিরুলজের মতো প্ল্যাটফর্মগুলিতে পুরো ছবিটিই লিক হয়ে গিয়েছে। ফলে সিনেমাটি ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা।
আগামী ৩১ মার্চ ব্লু লাইনে ২৬২টি মেট্রোর পরিবর্তে ২৩৬টি মেট্রো চলবে। গ্রিন লাইনে এই দিন ৯০টি মেট্রো চলবে ২০ মিনিট অন্তর। এই লাইনে শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত প্রথম মেট্রো চলবে সকাল ৬টা ৫৫ মিনিটে এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ প্রথম মেট্রো চলবে সকাল ৭টা ৫ মিনিটে।
রবিবার দক্ষিণবঙ্গের ৪ জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলি হলো উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান। ১ এপ্রিল দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা সামান্য কমতে পারে। উত্তরবঙ্গের তাপমাত্রা আগামী ৪৮ ঘণ্টায় বিশেষ বদলাবে না। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি।
ফের বাঘের আতঙ্ক কুলতলিতে। শনিবার সন্ধেবেলায় মাতলা ও মাকড়ি নদীর সংযোগস্থল দিয়ে একটি বাঘকে লোকালয়ের দিকে যেতে দেখেন এক মৎস্যজীবী। বিষয়টি জানাজানি হতেই আতঙ্ক তৈরি হয় গ্রামবাসীদের মধ্যে। খবর দেওয়া হয় পুলিশ ও বনদপ্তরকে। বর্তমানে বন দপ্তরের কর্মীরা কুলতুলির দেউলবাড়ি গ্রামে নজর রেখেছেন। বসানো হয়েছে খাঁচাও। যদিও এখনও খাঁচা বন্দি হয়নি বাঘ।
আজ রবিবার ছত্তিসগড়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুপুর ৩টে নাগাদ তাঁর বিলাসপুরে পৌঁছনোর কথা। এ দিন তিনি বেশ কিছু সরকারি প্রকল্পের শিলান্যাস করতে চলেছেন। এ ছাড়াও আরএসএস-এর প্রতিষ্ঠাতাকে সম্মান জানাবেন তিনি।