বন্ধ ফ্ল্যাটে যুবকের দেহ উদ্ধার। চারু মার্কেটে দেশপ্রাণ শাসমল রোডের পাঁচ তলা ফ্ল্যাট থেকে দেহটি উদ্ধার হয়। মৃতের নাম অবিনাশ বাউরি (২২)। শনিবার সন্ধ্যার এই ঘটনায় তদন্ত শুরু করেছে চারু মার্কেট থানার পুলিশ। সূত্রের খবর, মৃতের গলায় ও মুখে আঘাতের চিহ্ন ছিল। রাতেই ঘটনাস্থলে যায় কলকাতা পুলিশের হোমিসাইড শাখার আধিকারিকরা।
লালবাজার সূত্রে জানা গিয়েছে, এই ফ্ল্যাটে পরিচারকের কাজ করতেন অবিনাশ। তাঁর বাড়ি আসানসোলে। কয়েক বছর আগে আসানসোলেরই এক বাসিন্দা কুশল ছাবড়া কাজের জন্য তাঁকে কলকাতায় নিয়ে এসেছিল। এর পর থেকে দেশপ্রাণ শাসমল রোডের এই ফ্ল্যাটেই থাকতেন তিনি।
কয়েক দিন কুশলের ছেলে ও স্ত্রী আসানসোলে যান। কুশল শহরেই আছেন। শনিবার চারু মার্কেট এলাকার ওই ফ্ল্যাট থেকে কুশল কাজে বেরোনোর পর আর অবিনাশনের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। পুলিশ সূত্রে খবর, ৩টে অবধি ফোনে বার বার চেষ্টা করেও অবিনাশকে না পেয়ে গাড়ির চালককে ফোন করেন। তাঁকে ফ্ল্যাটে পাঠান।
গাড়ির চালক ওই ফ্ল্যাটে গিয়ে বার বার কলিং বেল বাজালেও কোনও সাড়া শব্দ পাননি। ফ্ল্যাটের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। এর পরই থানায় খবর দেওয়া হয়। দরজা ভেঙে অচৈতন্য অবস্থায় অবিনাশকে উদ্ধার করা হয়। এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
পুলিশ স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পেরেছে, এ দিন দুপুরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি এই ফ্ল্যাটে এসেছিলেন। কে সেই ব্যক্তি, তারই জবাব খুঁজছে পুলিশ। এই মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তথ্য। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে। ফ্ল্যাট থেকে কোনও কিছু খোয়া গিয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। কলকাতা পুলিশের অপরাধ দমন শাখার যুগ্ম কমিশনার রূপেশ কুমার বলেন, ‘প্রাথমিক তদন্তে খুনের ইঙ্গিত রয়েছে। তাই হোমিসাইড শাখাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।’ খবর দেওয়া হয়েছে অবিনাশের আসানসোলের বাড়িতে। পরিবারের লোকজনের আজ কলকাতায় আসার কথা।