এই সময়: মন খারাপের কারণ তো একটা নয়, অনেক। আবার এক–এক জনের মন খারাপের পিছনে এক–এক রকম কারণ। অনেকেই ভাবেন, এই মন খারাপের কথা কাউকে খুলে বলা গেলে হালকা হওয়া যেত। কিন্তু কে শুনবে? এ বার শুনবে কলকাতা পুলিশ।
শনিবার সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে লালবাজারের তরফে বলা হয়েছে, ‘আছি শুধু একটি ফোন কলের দূরত্বে।’ কেউ চাইলে তাঁর মন খারাপের কথা ‘টেলি মানস’ হেল্পলাইন নম্বর ১৪৪১৬-তে ফোন করে জানাতে পারেন।
‘টেলি মানস’ হেল্পলাইন নম্বরে কেউ ফোন করলে ও পার থেকে বলা হবে, ‘নমস্কার, মানস বলছি...।’ সামাজিক মাধ্যমে কলকাতা পুলিশ বলেছে, ‘আমরা সকল সহ–নাগরিকের মানসিক সুস্থতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আপনার কথা শুনতে, সহায়তা করতে এবং কঠিন মুহূর্তে পাশে থাকতে আমরা সর্বদা প্রস্তুত। আপনি বা আপনার পরিচিত কেউ মানসিক অবসাদে ভুগলে অনুগ্রহ করে আমাদের সাহায্য নিন।’