ব্যক্তিগত কাজে বাঁকুড়া জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসে এসে বিক্ষোভে ফেটে পড়লেন পেশায় শিক্ষক ও ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়। কিন্তু সরকারি অফিসে এসে হঠাৎ এত রেগে গেলেন কেন তিনি? অভিযোগ, তাঁকে প্রায় ৪০ মিনিট ধরে বসিয়ে রাখা হয়েছে, তাও আবার কোনও পাখা না থাকা গুমোট জায়গায়। দীর্ঘক্ষণ ওই অবস্থায় থেকে জেলা বিদ্যালয় পরিদর্শক অফিসের কর্মীদের সঙ্গেও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ওই বিধায়ক।
শালতোড়ার একটি স্কুলের শিক্ষক তথা বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়ের দাবি, মেয়ের বিয়ের জন্য প্রভিডেন্ট ফান্ড থেকে লোনের জন্য তিনি আবেদন করেছিলেন। সেই ব্যাপারে জেলা বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে কথা বলতে এসে তাঁকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়। একই সঙ্গে ফাইল আটকে রেখে এখানে টাকার খেলা চলে বলেও তাঁর দাবি।
গোটা বিষয়টি বিধানসভার অধ্যক্ষকে টেলিফোনে জানিয়েছেন বলেও উপস্থিত সাংবাদিকদের জানান বিধায়ক। যদিও এরই মাঝে ওই দফতরের কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা যায় তাঁকে। পাল্টা জেলা বিদ্যালয় পরিদর্শক অফিসের কর্মীদের দাবি, তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন বিজেপি বিধায়ক। যদিও বাঁকুড়া জেলার বিদ্যালয় পরিদর্শক পীযূষকান্তি বেরা এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।