নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চৈত্রতেই তীব্র গরমে নাজেহাল শহর থেকে রাজ্যবাসী। চলছে তাপপ্রবাহ। আগামী কাল, সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাই অস্বস্তি বাড়বে। আপাতত এই পরিস্থিতি থেকে স্বস্তি মিলবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ, রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৯ ডিগ্রি বেশি। গতকাল, শনিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি বেশি। আজ, রবিবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এদিন শহরের আকাশ থাকবে পরিষ্কার। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয়ের জেরে বাতাসে প্রবেশ করছে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প। যার জন্যই ভোরবেলায় হাল্কা কুয়াশা দেখা দিচ্ছে। এরই ফলে বেড়েছে অস্বস্তিকর গরমও। হাওয়া অফিস সূত্রে খবর আগামী সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি।