• সিবিআই অফিসার পরিচয়ে ৩৩ লক্ষের সোনা লুট শহরে
    বর্তমান | ৩০ মার্চ ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিবিআই অফিসার পরিচয় দিয়ে ৩৩ লক্ষ টাকার সোনা লুট! শুক্রবার সন্ধ্যায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পোস্তার কটন স্ট্রিটে। ঘটনার পর সিবিআইয়ের বোর্ড লাগানো গাড়ি নিয়ে তারা পালায়। সিসি ক্যামেরার সূত্র ধরে অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিস।

    পুলিস সূত্রে জানা গিয়েছে, পোস্তা এলাকার একটি গয়না ম্যানুফ্যাকচারিং ইউনিটের কর্মী অলঙ্কার পালিশ করাতে যাচ্ছিলেন। ৪০০ গ্রাম ওজনের গয়না ছিল ওই কর্মীর ব্যাগে। কটন স্ট্রিটে এক যুবক তাঁর পথ আটকান। বলা হয়, এখানে সিবিআই তল্লাশি চলছে। কাউকে যেতে দেওয়া হচ্ছে না। যাঁরা আসছেন, তল্লাশি করার পর তাঁদের ছাড়া হচ্ছে। একথা শুনে ভয় পেয়ে যান ওই কর্মী। এরপর আরও এক যুবক তাঁর সামনে এসে দাঁড়ায়। রাস্তার ধারে একটি গাড়ি দেখিয়ে বলে, স্যার গাড়িতে বসে আছেন। ব্যাগ ভালো করে তল্লাশির নির্দেশ আছে। কেন তল্লাশি? উত্তরে জানানো হয়, বড়বাজার, পোস্তা এলাকায় চোরাই সোনা আসছে বাংলাদেশ থেকে। সেই সোনা গলানো হচ্ছে এখানে। ফলে সরকারের আর্থিক ক্ষতি হচ্ছে।

    সেইমতো শুরু হয় ‘অপারেশন’। ব্যাগে রাখা সোনার গয়না দেখে কেন্দ্রীয় এজেন্সির ঝাঁজে ‘নকল অফিসার’রা জানতে চায়, এগুলির উৎস কী? এবং সেগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? উত্তরে ওই কর্মী নিজের পরিচয় জানান এবং ব্যাগে সোনা থাকার কারণ ব্যাখ্যা করেন। কিন্তু সেই সংক্রান্ত কাগজপত্র দেখে প্রতারকরা জানায়, এগুলি জাল। তাই সমস্ত অলঙ্কার বাজেয়াপ্ত করা হচ্ছে। স্যারের কাছে গয়না জমা রেখে সিজার লিস্ট দেওয়া হবে। ততক্ষণ অপেক্ষা করতে হবে। এরপর ব্যাগের গয়না নিয়ে ‘সিবিআই আধিকারিকদ্বয়’ চলে যায়। আধঘণ্টা পার হয়ে গেলেও, কেউ ফিরে আসেনি। এরপর ম্যানুফ্যাকচারিং ইউনিটের ওই কর্মী গোটা বিষয়টি মালিককে জানান। পুলিসের কাছে ওই তিন প্রতারকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগপত্রে বলা হয়, যে ৪০০ গ্রাম সোনার গয়না লুট হয়েছে, তার আর্থিক মূল্য ৩৩ লক্ষ টাকা। তার ভিত্তিতে প্রতারণার মামলা রুজু করেছে পুলিস। তদন্তে জানা গিয়েছে, ওই যুবকরা কলকাতায় পোস্টিং বলে জানায়। সঙ্গে সিবিআইয়ের জাল পরিচয়পত্রও দেখানো হয়। সিসি ক্যামেরার ফুটেজ থেকে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে। পুলিস জানিয়েছে, ভিনরাজ্যের নতুন কোনও গ্যাং এ ঘটনা ঘটিয়েছে, নাকি পুরনো প্রতারকচক্রের কেউ জামিনে বেরিয়ে এ কাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)