• কোচবিহারের হেরিটেজ দিঘিতে ভেসে উঠল শয়ে শয়ে মরা মাছ
    এই সময় | ৩০ মার্চ ২০২৫
  • এই সময়, কোচবিহার: কোচবিহার রাজমাতা দিঘিতে মাছের মরক! রাজ্যের হেরিটেজ তকমা পাওয়া কোচবিহার শহরের এই দিঘিতে শুক্রবার রাতে ভেসে উঠল শ’য়ে শ’য়ে মরা মাছ। অভিযোগ, দিঘির জলে মাত্রাতরিক্ত দূষণ। তাই এই পরিস্থিতি।

    মৎস্য দপ্তরের অধীনে থাকা এই দিঘির জল দীর্ঘদিন ধরে পরিষ্কার হয় না। তার উপরে দিঘিতে আবর্জনা ফেলেন এলাকার লোকজন। স্বাভাবিক ভাবেই হেরিটেজ দিঘির এই হাল নিয়ে প্রশাসন ও পুরসভার ভুমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে।

    কোচবিহার শহরের ৭ নম্বর ওয়ার্ডে প্রায় তিন একর জায়গা নিয়ে রয়েছে এই রাজমাতা দিঘি। বর্তমানে এটির সংস্কারের যাবতীয় কাজ দেখভাল করে মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেট। কিন্তু দিঘির চারপাশের সৌন্দর্যায়ন করতে গিয়ে যে সেটির জল দূষিত হচ্ছে, তা নিয়ে কারও কোনও ভ্রুক্ষেপ নেই।

    অভিযোগ, শনিবার সারাদিন দিঘিতে মরা মাছ ভেসে থাকলেও তা নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের কোনও হেল দোল নজরে আসেনি। ঘটনার প্রতিবাদে সরব হয়েছে কোচবিহারের পরিবেশপ্রেমী সংগঠন ‘অনাসৃষ্টি’।

    সংগঠনের সম্পাদক সুমন্ত সাহার কথায়, ‘এটি খুবই দুঃখজনক ঘটনা। দিঘিটিকে ডাস্টবিন বানানোর একটা প্রয়াস চলছে যেন। এটির জল পরীক্ষা করে প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।’ দিঘি দূষণের কথা স্বীকার করে সেটির সংস্কার প্রয়োজন বলে জানিয়েছেন ওয়ার্ড কাউন্সিলার পম্পা ভট্টাচার্য। যদিও একাধিকবার চেষ্টা করে মৎস্য দপ্তরের জেলা আধিকারিক অভিজিৎ সাহার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

  • Link to this news (এই সময়)