• ফাঁকা বাড়িতে নাবালিকাকে ধর্ষণ, যুবককে ২৫ বছরের কারাদণ্ডের নির্দেশ আদালতের...
    আজকাল | ৩০ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত অপরাধীকে ২৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল বর্ধমান পকসো আদালত। এই মামলার সরকারি আইনজীবী সুদর্শনা ঘোষ জানান, এই মামলাটি ২০২২ সালের ২৮ সেপ্টেম্বরের। এক ১১ বছরের নাবালিকাকে ধর্ষণ করে অপরাধী শের আলি মল্লিক।

    সেদিন নাবালিকার মা বাড়িতে ছিলেন না। সেই সুযোগেই সে ওই নাবালিকার উপর যৌন নির্যাতন চালায়। জানা গেছে, পকসো বিশেষ আদালতের বিচারক বর্ষা বনসাল আগরওয়াল অপরাধীকে ২৫ বছরের কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন। জরিমানা অনাদায়ে আরও ছ'মাস জেল খাটতে হবে। জরিমানার ৯০ শতাংশ নির্যাতিতাকে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। 

    ২০২২ সালের এই ঘটনার পর নির্যাতিতার মা রায়না থানায় অভিযোগ দায়ের করেন। নির্যাতিতার মেডিক্যাল টেস্ট করা হয়। জবানবন্দিও নেওয়া হয়। এরপর শুনানি শুরু হলে ১০ জন সাক্ষী, ডাক্তার ও তদন্তকারী অফিসার সাক্ষ্য দেন। সব কিছু বিবেচনা করে আদালত আজ এই কড়া রায় শোনাল। জানা গেছে, আসামীর বর্তমান বয়স ৩৭ বছর। মামলা শুরুর সময় থেকে সে জেল হেফাজতেই রয়েছে।
  • Link to this news (আজকাল)