• ফের বাঘের পায়ের ছাপ! কুলতলিতে ছড়াল চাঞ্চল্য, আতঙ্কে রাত জেগেই কাটালেন বাসিন্দারা...
    আজকাল | ৩০ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: আবারও কুলতলিতে বাঘের আতঙ্ক। এবার দেউলবাড়ি গ্রামে বাঘের আতঙ্কে তটস্থ গ্রামবাসীরা। জানা গেছে, শনিবার সন্ধ্যায় এলাকার এক মৎস্যজীবী দেখতে পান মাতলা ও মাকড়ি সংযোগস্থলের নদী পেরিয়ে গ্রামের ধান খেতে মধ্যে ঢুকে পড়েছে একটি বাঘ। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে গ্রামে। গ্রামের বাসিন্দারা রাত পাহারার ব্যবস্থা করেন। 

    রাতেই তড়িঘড়ি খবর দেওয়া হয়েছে বন দপ্তরের আধিকারিকদের। খবর পেয়ে কুলতলি থানার পুলিশ যায় ঘটনাস্থলে। পুলিশের পক্ষ থেকে গ্রামবাসীদের বাড়িতে থাকতে অনুরোধ করা হয়েছে। রাতে খুব প্রয়োজন না হলে বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে গ্রামবাসীদের। এই ঘটনায় ঘুম ছুটেছে দেউলবাড়ি গ্রামের বাসিন্দাদের। 

    রবিবার সকাল হতেই কুলতলি থানার পুলিশ গ্রামের মানুষজনকে নদী বাঁধের উপরে আসতে নিষেধ করেন। পাশাপাশি গ্রামের পাশেই একটি ধান ক্ষেতে ফেন্টিং করা হয়। সেখানে বাঘের কোনও হদিশ মেলেনি বলে বনদপ্তর সূত্রে খবর। ফেন্সিংয়ের পাশে প্রায় ৩০০ মিটার পর পুকুরপাড়ে বাঘের পায়ের ছাপ পাওয়া গিয়েছে। বনদপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, জোয়ারের জল নামলে নতুন করে শুরু হবে মাতলা নদীর ধারে বাঘের পায়ের ছাপ খোঁজার কাজ।
  • Link to this news (আজকাল)