• কাঁথির কৃষি সমবায় ব্যাঙ্ক নির্বাচনে তৃণমূলের জয়জয়কার, বিজেপির ভরাডুবি...
    আজকাল | ৩০ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: অধিকারী গড়ে বিজেপির ভরাডুবি। কাঁথির কৃষি সমবায় নির্বাচনে তৃণমূলের বিপুল জয়। ৭৮টি আসন দখল করেছে তৃণমূল। সেই সঙ্গে বিজেপির ভরাডুবি।

    শনিবার কাঁথি, এগরা মহকুমায় কন্টাই কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেডের নির্বাচন ঘিরে দফায় দফায় উত্তেজনার সৃষ্টি হয়। গতকাল ১১টি কেন্দ্রে নির্বাচন হয়। ৭৮টি আসনের মধ্যে ১৮টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই জয়ী হন তৃণমূল প্রার্থীরা। গতকাল ৬০টি আসনে ভোটগ্রহণ হয়। এদিকে ভোটগ্রহণ চলাকালীন পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় তৃণমূল বিধায়ক অখিল গিরির। সন্ধেয় ফলপ্রকাশ হতেই হাসি ফুটল তৃণমূল প্রার্থীদের মুখে। ৬০টি আসনে জয়লাভ করেছে তৃণমূল। 

    অখিল গিরির দাবি, সমবায় ব্যাঙ্কের ভোটারদের পরিচয় পত্র থাকা সত্বেও ভোট কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল। তার প্রতিবাদ করায় রামনগর কলেজ চত্বরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় তাঁর। বাধা দিয়েও ভোটে কোনও প্রভাব ফেলতে পারেনি। শেষপর্যন্ত সমবায় নির্বাচনের ফলাফল বিরাট স্বস্তিতে তৃণমূলের কর্মী, সমর্থকরা। 
  • Link to this news (আজকাল)