• কাঁধে গুরুদায়িত্ব, অ্যাডামাসে যোগ দিলেন রুদ্র শঙ্কর রায়
    আজকাল | ৩০ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: গত কয়েক বছরে রাজ্যের শিক্ষাঙ্গনে নাম উজ্জ্বল করেছে অ্যাডামাস ইউনিভার্সিটি। কেবল কয়েক বছরেই রাজ্য জুড়ে চর্চা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবসস্থা, শিক্ষার মান নিয়ে। পড়ুয়াদের সাফল্যই যে বিশ্ববিদ্যালয়ের একমাত্র লক্ষ্য, দিনে দিনে স্পষ্ট হয়েছে তা।

    এবার অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের বড় দায়িত্ব সামলাবেন রুদ্র শঙ্কর রায়। বিশ্ববিদ্যালয়ের প্রধান কৌশল কর্মকর্তা এবং প্রধান সরবরাহ শৃঙ্খল কর্মকর্তা অর্থাৎ চিফ স্ট্র্যাটেজি অফিসার এবং চিফ সাপ্লাই চেন অফিসার হিসেবে যোগ দিয়েছেন তিনি। একইসঙ্গে অ্যাডামাস টেক কনসাল্টিং-এর স্ট্র্যাটেজি অ্যান্ড বিজনেস-এর প্রধান পরামর্শদাতাও। 

    রুদ্র শঙ্কর রায়ের ঝুলিতে প্রায় তিন দশকের অভিজ্ঞতা। দু’ দশকের বেশি সময় ধরে যুক্ত ছিলেন আইবিএম কনসাল্টিংয়ের সঙ্গে। এই দুনিয়ায় ইতিমধ্যেই তিনি বেশ পরিচিত নাম। দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে রাইস অ্যাডামাস গ্রুপের সঙ্গে যুক্ত হলেন তিনি।
  • Link to this news (আজকাল)