মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির, মুসলিম ভাইদের জন্য ইফতারের আয়োজন পুরোহিত-ব্রাহ্মণদের...
আজকাল | ৩০ মার্চ ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সংখ্যালঘু সম্প্রদায় অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির। খুশির ঈদের মাত্র একদিন আগে জেলার মুসলিম ভাইদের জন্য ইফতার মজলিসের আয়োজন করলেন পুরোহিত-ব্রাহ্মণরা। পবিত্র নামাজ শেষে সেখানে একসঙ্গে বসে ইফতার সারলেন পুরোহিত- ইমাম- মোয়াজ্জেম থেকে শুরু করে থানার ভারপ্রাপ্ত আধিকারিক সকলে।
মুর্শিদাবাদের সালার থানার অন্তর্গত সালিন্দা দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গনে শনিবার সন্ধে নাগাদ অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে প্রায় ৪৮ জন ছাত্র-শিক্ষক-রোজাদার-ইমাম উপস্থিত ছিলেন। মুর্শিদাবাদ জেলা সনাতন ব্রাহ্মণ সংগঠনের ব্যানারে আয়োজিত হয় এই ইফতার মাহফিল।
হিন্দু ওই সংগঠনের এক সদস্য বলেন, গত প্রায় ২৭ দিন ধরে দেশ এবং দেশের বাইরের মুসলিম ভাইরা নিরম্বু উপবাস করে বিশ্বের সকলের মঙ্গল প্রার্থনা করছেন। গত প্রায় এক মাস ধরে চলা রোজার মাসে বিভিন্ন জায়গায় মুসলিম ভাইয়েরা যে সমস্ত ইফতার মজলিসের আয়োজন করছেন সেখানে আমরা হিন্দুরা গিয়ে তাঁদের পাশে উপস্থিত থাকছি।
মুর্শিদাবাদ জেলা সনাতন ব্রাহ্মণ সংগঠনের সভাপতি শিবপ্রসাদ ব্যানার্জি বলেন, 'ভারত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ। এখানে হিন্দু-মুসলিম ধর্মাবলম্বী মানুষের বন্ধন আমরা যুগে যুগে দেখে এসেছি। পবিত্র রমজান মাসে মুসলিম ভাইদের আয়োজন করা ইফতার মাহফিলে আমরা বহুবার গিয়েছি। তাই সংগঠনের সকলের সঙ্গে কথা বলে আমরা এবার আমরা মুসলিম ভাইদের জন্য একটি ইফতার মাহফিল আয়োজনের কথা পরিকল্পনা করি।' শিবপ্রসাদ জানান, 'সংগঠনের সকল সদস্যদের এই প্রস্তাব দিতে সকলে এক বাক্যে রাজি হয়ে যান। এরপরই আমরা স্থানীয় একটি মাদ্রাসা কর্তৃপক্ষকে এই বিষয়ে তাদের সহযোগিতা চাইলে তারাও সহযোগিতা করতে রাজি হয়ে যায়। শনিবার সন্ধে নাগাদ সালিন্দা দারুল উলুম মাদ্রাসায়, মুসলিম রোজাদার ছাত্র-শিক্ষক ,এলাকার বিশিষ্ট কয়েকজনকে নিয়ে আমরা নিজেদের টাকায় তাদের জন্য ইফতারের আয়োজন করিয়েছিলাম।' ব্রাহ্মণ সংগঠনের সদস্যরা বলেন, বর্তমানে দেশে এক শ্রেণীর লোক দুই ধর্মের মানুষের মধ্যে বিভাজন তৈরি করে নিজেদের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছেন। কিন্তু পশ্চিমবঙ্গ একদিন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে দেশকে পথ দেখাবে।
হিন্দুদের আয়োজন করা ইফতার মাহফিলে অংশগ্রহণ করে স্থানীয় ইমাম মামুন মহলদার বলেন, 'দারুল উলুম মাদ্রাসার ইফতার মাহফিলের মধ্যে দিয়ে নতুন একটি 'ভ্যাকসিন' তৈরি হল। দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে যারা বিভেদ তৈরি করতে চান এই দৃশ্য দেখে তারা আর সেই চেষ্টা করবেন না।'
সালিন্দা দারুল উলুম মাদ্রাসার প্রধান শিক্ষক সুজাউদ্দিন শেখ বলেন, 'হিন্দু এবং ব্রাহ্মণ ভাইরা যেভাবে আমাদের সকলের জন্য ইফতারের আয়োজন করেছেন তাতে আমরা আপ্লুত। এই ইফতার আয়োজনের কথা শুনে অনেকেই দূর দূরান্তের রাজ্য থেকে ছুটে এসেছেন। উপস্থিত ছিলেন স্থানীয় থানার ভারপ্রাপ্ত আধিকারিকও। আগামী দিন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে মুর্শিদাবাদ জেলা গোটা রাজ্য তথা দেশকে পথ দেখাবে।'