• ইদ-রামনবমীর আগে শ্যামপুরে হিংসা ছড়ানোর ছক, পরিককল্পনা বানচাল পুলিশের
    আজ তক | ৩০ মার্চ ২০২৫
  • পশ্চিমবঙ্গ পুলিশ ইদ ও রাম নবমীর আগে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির প্রচেষ্টা নস্যাৎ করেছে। হাওড়ার শ্যামপুরে সাম্প্রদায়িক পোস্টার লাগানোর চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে এবং দুটি মামলা দায়ের করা হয়েছে।​ পুলিশকর্তা জাভেদ শামিম কলকাতায় এক সংবাদ সম্মেলনে বলেন, "ইদ এবং রাম নবমী আসছে। এই সময়ে, কিছু গোষ্ঠী রাজ্যের সম্প্রীতির পরিবেশ নষ্ট করার ষড়যন্ত্র করছে। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঘৃণা ছড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আমি সকলকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।"​

    তিনি আরও বলেন, "কোনও উস্কানির ফাঁদে পা দেবেন না। আপনার এলাকায় নজর রাখুন। সন্দেহজনক কিছু দেখলে পুলিশকে জানান। পুলিশ আপনাকে ২৪/৭ সহায়তা করতে প্রস্তুত। কেউ এখানকার পরিবেশ বিঘ্নিত করতে পারবে না। যারা চেষ্টা করবে তাদের থামানো হবে।"​ দক্ষিণবঙ্গের অতিরিক্ত পুলিশ মহাপরিচালক সুপ্রতিম সরকার জানান, উৎসবের সময় রাজ্যে অশান্তি তৈরির পরিকল্পনার খবর পাওয়া যাচ্ছে। তিনি বলেন, পোস্টারের মাধ্যমে মানুষকে উত্তেজিত করার চেষ্টা করা হচ্ছে।​

    "আমরা শ্যামপুরে এই ধরণের অস্থিরতার খবর পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির চারটি ধারা প্রয়োগ করা হয়েছে। কিছু ব্যক্তি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ ও অস্থিরতা ছড়ানোর চেষ্টা করছে, বিশেষ করে রাম নবমীকে লক্ষ্য করে। কোনও উস্কানির শিকার হবেন না। শান্তিতে থাকুন এবং অযথা ভয় পাবেন না। তবে, কোথাও কোনও সন্দেহজনক কার্যকলাপ সন্দেহ হলে অবিলম্বে পুলিশকে জানান," সুপ্রতিম সরকার বলেন।​

    তদন্ত চলছে, তাই অভিযুক্তদের নাম প্রকাশ করা হয়নি। পুলিশ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং সন্দেহজনক কিছু দেখলে অবিলম্বে পুলিশকে জানানোর অনুরোধ করেছে।

     
  • Link to this news (আজ তক)