শুঁড়ে তুলে মাটিতে আছাড়, ঝাড়গ্রামে হাতির হানায় মৃত্যু মহিলার
আজ তক | ৩০ মার্চ ২০২৫
রবিবারের সকালেই মর্মান্তিক ঘটনা ঝাড়গ্রামে। হাতি আছড়ে মারল এক মহিলাকে। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের নয়াগ্রামের ছোট ঝরিয়া এলাকায়। ওই মহিলা সাত সকালে মর্নিং ওয়াকে গিয়েছিলেন। রাস্তায় দলছুট হাতির পালের মাঝে পড়ে যান। একটি হাতি মহিলাকে শুঁড়ে তুলে মাটিতে আছাড় মারে। ঘটনাস্থলেই মৃত্যু হল মহিলার।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নয়াগ্রাম থেকে সুবর্ণরেখা নদী পেরিয়ে সাতসকালে দাঁতাল হাতির দল ঢুকে পড়ে এলাকায়। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দু'নম্বর ব্লকের বাঘুয়াশোল, বড় আসনবনী এলাকায় প্রবেশ করে ২০ থেকে ২৫টি দাঁতাল হাতির একটি দল। যার কারণে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। হাতি দেখতে এলাকার মানুষ ব্যাপক ভিড় জমান। কয়েকশো বিঘা চাষের জমি ক্ষতিগ্রস্ত করেছে হাতির পাল।
রবিবার সকালে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের ছোট ঝরিয়া এলাকায় হাতির হামলায় মৃত্যু হয়। এর ফলের ব্যাপক চঞ্চল্য ছড়িয়ে পড়ে।