• ​মোথাবাড়ির পথে আটকানো হল সুকান্তকে, পুলিশি নির্যাতনের অভিযোগ বিজেপির
    আজ তক | ৩০ মার্চ ২০২৫
  • মালদার মোথাবাড়ি এলাকায় আজ, রবিবার রওনা হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু পথেই তাঁকে আটকানো হয়েছে বলে অভিযোগ। সুকান্ত পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি অভিযোগ করেছেন যে, ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও, তৃণমূল কংগ্রেসের বিধায়ক সাবিনা ইয়াসমিন গাড়ি নিয়ে এলাকায় অবাধে চলাফেরা করছেন, যা আইনশৃঙ্খলার প্রতি অবজ্ঞা প্রদর্শন করে। সুকান্ত বলেন, "শুধু বিজেপির নেতাদের ক্ষেত্রেই পুলিশের সমস্যা দেখা দেয়। অথচ, তৃণমূলের নেতারা অবাধে ঘুরে বেড়াচ্ছেন।"​

    তিনি আরও উল্লেখ করেন যে, বৃহস্পতিবার রাতে সংঘটিত ঘটনার সময়, চারজন বিধায়ক থানায় উপস্থিত ছিলেন, যা পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা বলে মনে হয়। সুকান্ত মজুমদার প্রশ্ন তোলেন, "শুধু বিজেপির জন্যই কি ১৪৪ ধারা প্রযোজ্য? নাকি পশ্চিমবঙ্গে তোষণের জন্যই এই ধারা তৈরি হয়েছে?"​

    শনিবার রাত পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, মোথাবাড়িতে ১৯টি মামলা রুজু হয়েছে এবং ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে। সুকান্ত মজুমদার এদিন মোথাবাড়ি পরিদর্শনে যাচ্ছেন এবং যাত্রাপথে বাধা পেলে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করার ঘোষণা করেছেন। তিনি বলেন, "আমরা তৃণমূল কংগ্রেস নই যে গুন্ডামি করব। আমাদের দলের কর্মীরা, হিন্দু সমাজের লোকজন সবাই তৃণমূলের পুলিশের বিরুদ্ধে লড়াই করবে।"​

    মোথাবাড়ির ঘটনার জন্য পুলিশের গোয়েন্দা শাখার ব্যর্থতাকে দায়ী করে, সুকান্ত মজুমদার এই ঘটনাকে পূর্বপরিকল্পিত বলে অভিহিত করেছেন। তিনি দাবি করেছেন যে, তৃণমূল কংগ্রেসের মালদা জেলার হিন্দু নেতারাও এই বিষয়টি স্বীকার করছেন। বর্তমানে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।​


     
  • Link to this news (আজ তক)