• পর্ণশ্রীতে নববধূর রহস্যমৃত্যু,  মাত্র দেড় মাসের বিবাহিতার ঝুলন্ত দেহ উদ্ধার
    আজ তক | ৩০ মার্চ ২০২৫
  • বেহালার পর্ণশ্রী থানা এলাকার পাঠকপাড়া রোডের একটি বাড়ি থেকে নববধূ পুজা সিং (বয়স ২৮) এর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শনিবার রাতে পুজা সিং-এর স্বামী মুকেশ সিং-এর সঙ্গে ভিডিও কলে কথা বলার পর এই মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ ইতিমধ্যে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। 

    পরিবারের সদস্যদের দাবি, পুজা আত্মহত্যা করেছেন। তবে, মৃত্যুর প্রকৃত কারণ ও পদ্ধতি নিয়ে ধোঁয়াশা রয়েছে। পুলিশ স্বামীসহ পরিবারের অন্যান্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে এবং পুজার স্বামীর সঙ্গে শেষ কথোপকথনের বিষয়বস্তু খতিয়ে দেখছে। মাত্র দেড় মাস আগে পুজা ও মুকেশের বিবাহ হয়েছিল। মুকেশ সিং একটি তথ্য-প্রযুক্তি সংস্থায় কর্মরত। এই মর্মান্তিক ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং প্রতিবেশীরা হতবাক। পুলিশের তদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

    স্বামীর সঙ্গে ফোনে পুজার কী কথা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। স্বামীর সঙ্গে কোনও অশান্তি নাকি অন্য কোনও পারিবারিক ঝামেলার কারণেই এই ঘটনা কিনা তা বোঝার চেষ্টা করছেন তদন্তকারীরা। সদ্য বিয়ের মধ্যেই কী এমন ঘটনা ঘটল তার জেরে এত বড় ঘটনা ঘটে গেল তাতে চাপানউতোর বেড়েছে প্রতিবেশীদেরও। সকাল থেকেই বাড়ির সামনে ভিড় করছেন এলাকার লোকজন। 

     
  • Link to this news (আজ তক)