জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভরা বসন্তে তাপপ্রবাহ। সূর্যের প্রখর তাপে পুড়ছে গোটা রাজ্যে। বৃষ্টি নামবে কবে? আপাতত কোনও সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াল, আর সর্বনিম্ম ২৮ ডিগ্রি। তবে আগামীকাল সোমবার থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ রবিবার তাপপ্রবাহ চলবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনায়। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে অবশ্. বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল সোমবার থেকে ৩ এপ্রিল পর্যন্ত রাজ্যের কোন জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। বরং শুষ্ক আবহাওয়ায় অস্বস্তি আরও বাড়বে।
৪ এপ্রিল থেকে রাজ্যের পশ্চিমাঞ্চলে কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন, পুরুলিয়া,বাঁকুড়া,পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। আবহাওয়া দফতর সূত্রে খবর, ওই সময় জঙ্গলমহলের জেলাগুলিতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব দেখা যাবে। ৫ই এপ্রিল রাজ্যের আরও কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা।