• বধূর ঝুলন্ত দেহ উদ্ধার বেহালার পাঠকপাড়ায়, আত্মঘাতী হওয়ার আগে স্বামীকে ভিডিয়ো কল
    হিন্দুস্তান টাইমস | ৩০ মার্চ ২০২৫
  • রবিবার সকাল থেকেই তুমুল আলোড়ন পড়ে গিয়েছে বেহালার পাঠকপাড়া এলাকায়। পাড়ার চায়ের দোকান থেকে শুরু করে মুদির দোকানে একটাই আলোচনা। নববধূর আত্মহত্যা। পর্ণশ্রী থানার অন্তর্গত পাঠকপাড়া রোডে এই ঘটনা নিয়েই সরগরম হয়ে উঠেছে। এই পাঠকপাড়ার বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। কেন এমন ঘটল?‌ তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। বিশাল পুলিশ বাহিনী এসেছে। তারা গোটা ঘটনাস্থল পরিদর্শন করেছে। পড়শিদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। নববধূর আত্মহত্যার ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

    স্থানীয় সূত্রে খবর, দেড় মাস আগে বিয়ে হয়েছিল যুবতীর। তবে পারিবারিক ঝামেলা ছিল তাঁদের মধ্যে। মাঝেমধ্যেই ওই নববধূকে কাঁদতে দেখেছেন অনেকে। তবে বাড়ির ঝামেলার কথা পড়শিদের কখনও জানতে দেননি ওই নববধূ। স্বামীর অত্যাচার ছিল কিনা সেটাও স্পষ্ট নয়। তবে একজন বধূ বিয়ের দেড় মাসের মধ্যে আত্মহত্যা করার নেপথ্যে কোনও না কোনও কাহিনী তো আছেই। আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার দায়ের করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


    পুলিশ সূত্রে খবর, পরিবারের সদস্যদের থেকে যে তথ্য মিলেছে তাতে মৃত নববধূর নাম পূজা সিং ‌। ওই যুবতী আত্মহত্যা করেছেন। যদিও মৃত্যুর কারণ এবং মৃত্যুর ধরন নানা প্রশ্ন তুলে দিচ্ছে। আদৌও এটা আত্মহত্যা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পূজা সিংয়ের বিয়ে হয়েছিল মাত্র দেড় মাস আগে। স্বামীর নাম মুকেশ সিং। তিনি একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করেন। বেতন পান বেশ ভালই। তবে পূজা সিং আত্মঘাতী হওয়ার আগে শনিবার রাতে স্বামী মুকেশ সিংকে ভিডিয়ো কল করেছিলেন। তারপরও কেন স্বামী এটা আটকাতে উদ্যোগ নিলেন না?‌ উঠছে প্রশ্ন।

    এই প্রশ্নের উত্তর জানতে স্বামী মুকেশ সিংকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গতকাল ফোনে পূজার সঙ্গে মুকেশের কী কথা হয়েছিল?‌ আত্মহত্যার আগে ভিডিয়ো কলে কি তা জানানো হয়েছিল?‌ মুকেশ কি কিছুই বুঝতে পারেননি?‌ নাকি নেপথ্যে অন্য কোনও কারণ আছে। দেড় মাস আগে বিয়ে হলেও মুকেশের আর একটি সম্পর্ক জানতে পেরে গিয়েছিলেন পূজা বলে সূত্রের খবর। তা থেকেই দাম্পত্য কলহ শুরু হয়। এই তথ্য পুলিশের হাতে আসতেই তা খতিয়ে দেখা হচ্ছে। এই অভিযোগ আদৌ সঠিক কিনা সেটাই এখন খতিয়ে দেখা হচ্ছে। সবটা বোঝার চেষ্টা করছেন তদন্তকারীরা। সদ্য বিয়ের মধ্যেই এমন ঘটনাকে ঘিরে নানা তথ্য উঠে এসেছে। সকাল থেকেই বাড়ির সামনে ভিড় করছেন পড়শিরা।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)