বেলেঘাটার কলিমুদ্দিন সরকার লেনের চার তলা বাড়ি থেকে উদ্ধার হয়েছিল রোহন মণ্ডলের দেহ। শরীরে পাওয়া গিয়েছিল আঘাতের চিহ্ন। যা দেখে শুরু থেকেই সন্দেহ ছিল তদন্তকারীদের। খুনের মামলা শুরু করেই তদন্ত শুরু করে পুলিশ। সেই ঘটনায় রোহনের দাদা অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করল পুলিশ।
প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, সম্পত্তি নিয়ে ভাই রোহনের সঙ্গে ঝামেলা চলছিল অভিজিতের। রোহন যে ফ্ল্যাটে থাকতেন, সেই ফ্ল্যাট নিয়েই ঝামেলা ছিল। পুলিশ জানিয়েছে, রান্নাঘর থেকে ছুরি নিয়ে খুন করা হয় রোহনকে। বাড়ি থেকে কিছুটা দূরে ম্যানহোলের ভিতর থেকে উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত সেই ছুরি।
ওই বাড়ির তৃতীয় তলা থেকে যুবকের দেহ উদ্ধার করা হয়েছিল। দোতলায় তাঁর দাদা অভিষেক থাকেন। পরিবার সূত্রে খবর, রোহনের মা বছর দশেক আগে মারা গিয়েছেন। বাবা বর্তমানে অন্যত্র থাকেন। রোহন বিয়ে করলেও স্ত্রী কয়েকমাস আগে থেকে আলাদা থাকতে শুরু করেছেন। ঘরে একই থাকতেন রোহন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে রোহনের দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে আত্মহত্যার সন্দেহ হলেও শরীরে আঘাতের চিহ্ন দেখে পুলিশের সন্দেহ বাড়ে। ময়না তদন্তের পরেই খুনের ব্যাপারে আরও নিশ্চিত হয় পুলিশ।