• চারুমার্কেটের আবাসনে বরাকরের যুবকের রহস্যমৃত্যু, গুরুতর অভিযোগ বাবা-মায়ের ...
    আজকাল | ৩১ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: খাস কলকাতার চারুমার্কেটে রহস্যমৃত্যু ভিন শহরের যুবকের। ঘটনায় শোকের ছায়া আসানসোলের বরাকরে। মৃতের পরিবারের অভিযোগ খুন করা হয়েছে ছেলেকে। সঠিক তদন্তের দাবি পরিবারের।

    শনিবার কলকাতার চারু মার্কেটের এক আবাসনে অবিনাশ বাউরি নাম ওই যুবকের দেহ উদ্ধার হয়। যদিও কীভাবে যুবকের মৃত্যু, তা স্পষ্ট হয়নি এখনও। প্রাথমিক ভাবে জানা গিয়েছে বছর ২২ এর ওই যুবক আসানসোলের কুলটির বরাকর লখিয়াবাদ এলাকার বাসিন্দা । কলকাতায় তিনি গাড়ির চালক এবং পরিচারকের কাজ করতেন। দোলের সময় বাড়ি গিয়েছিলেন শেষবার। শনিবার তাঁর ফের বাড়িতে যাওয়ার কথা ছিল। তবে অবিনাশ নয়, শনিবার বরাকরে পৌঁছল তাঁর মৃত্যু সংবাদ। 

    অবিনাশের বাবা-মায়ের অভিযোগ, খুন করা হয়েছে ছেলেকে। লেনিন সরণী এলাকার এক দোকানমালিকের বাড়িতে গাড়িচালক ও পরিচারক  হিসাবে কাজ করতেন অবিনাশ। মালিকের বাড়িও বরাকরে। যেখানে অবিনাশ ভাড়া থাকতেন, সেখান থেকেই শনিবার উদ্ধার হয়েছে তাঁর দেহ। 

    কীভাবে খাস কলকাতায় যুবকের মৃত্যু? নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা পুলিশের। যদিও প্রাথমিকভাবে জানা গিয়েছে, শরীরের একাধিক জায়গায় আঘাতের দাগ ছিল। পুলিশ তদন্ত চালাচ্ছে।
  • Link to this news (আজকাল)