ক্যান্টনমেন্ট স্টেশনে নতুন ফুট ওভারব্রিজ নির্মাণের উদ্যোগ
আনন্দবাজার | ৩০ মার্চ ২০২৫
নোয়াপাড়া-বিমানবন্দর পথে মেট্রো চলাচল শুরু হলে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের গুরুত্ব অনেকটা বাড়বে। শিয়ালদহ-বনগাঁ শাখার দমদম ক্যান্টনমেন্ট রেল স্টেশন এবং নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রোর স্টেশন পাশাপাশি। মেট্রো চলাচল শুরু হলে দুই স্টেশনেই যাত্রীদের আনাগোনা বাড়বে। তাই ওই দুই স্টেশনের মধ্যে যাতায়াত মসৃণ করতে স্টেশনের পুরনো ফুট ওভারব্রিজ ভেঙে প্রায় চার গুণ প্রশস্ত নতুন ফুট ওভারব্রিজ তৈরি করতে চলেছে রেল। এর ফলে ক্যান্টনমেন্ট স্টেশনের তিনটি প্ল্যাটফর্মের মধ্যে যোগাযোগ তৈরি হওয়া ছাড়াও স্টেশনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মেট্রো স্টেশনে যাওয়া সহজ ও নিরাপদ হবে।
নতুন ওভারব্রিজ নির্মাণের বিষয়ে তৎপর হয়ে ইতিমধ্যেই পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন এবং কলকাতা মেট্রোর আধিকারিকেরা এ নিয়ে এক দফা বৈঠক করেছেন। দু’তরফের আধিকারিকেরা এই সংক্রান্ত প্রয়োজনীয় পরিদর্শনের কাজও সেরে ফেলেছেন। এ নিয়ে মেট্রো কর্তৃপক্ষ প্রয়োজনীয় অনুমতি দিতেও সম্মত হয়েছেন বলে খবর।
ওই স্টেশনে প্রশস্ত ফুট ওভারব্রিজের দাবি যাত্রীদের পক্ষ থেকে বার বারই উঠেছে। কয়েক মাস আগে যাত্রীরা এ নিয়ে ট্রেন অবরোধও করেন। নতুন ফুট ওভারব্রিজটি প্রাথমিক ভাবে ছ’মিটার চওড়া হবে বলে রেল সূত্রের খবর। রেলের পক্ষ থেকে সরকারি ভাবে প্রকল্পটি অনুমোদন পেলে প্রয়োজনীয় নকশা তৈরির কাজে হাত দেওয়া হবে বলে খবর। রেলকর্তারা দ্রুত কাজ শুরু করার বিষয়ে আশাবাদী।