• ছুটির দিনে তারস্বরে বেজে উঠল ব্যাঙ্কের সিকিউরিটি অ্যালাৰ্ম, হইচই ভীমপুরে
    এই সময় | ৩১ মার্চ ২০২৫
  • রবিবার ছুটির দিনে ব্যাঙ্ক বন্ধ। হঠাৎ করেই ব্যাঙ্কের ভিতর থেকে তারস্বরে বাজছে অ্যালাৰ্ম। আওয়াজ কানে যেতেই হুড়োহুড়ি পড়ে স্থানীয়দের মধ্যে। হলো কী? ব্যাঙ্কের দিকে ছুট লাগান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশকে। শোরগোল নদিয়ার ভীমপুর থানা এলাকায়। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভীমপুর থানার আসাননগর পঞ্চায়েতের বিল্ডিং-এ স্টেট ব্যাঙ্কের একটি শাখা রয়েছে। হঠাৎই রাত ৮টায় ব্যাঙ্ক থেকে অ্যালাৰ্ম বেজে ওঠার শব্দ শুনতে পাওয়া যায়। ব্যাঙ্কের আশেপাশেই একাধিক পথচারীরা অ্যালাৰ্ম-এর আওয়াজ শুনে থমকে যান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ভীমপুর থানার পুলিশকে।

    পুলিশ এসে লক্ষ্য করে স্টেট ব্যাঙ্কের ছাদের দরজা এবং পঞ্চায়েত বিল্ডিং-এর ছাদের দরজা খোলা রয়েছে। তা হলে কি চোর ঢুকেছে? তন্ন তন্ন করে খোঁজা শুরু হয়। যদিও পুলিশের দাবি ব্যাঙ্ক থেকে কিছুই চুরি যায়নি। তা হলে কেন বাজল অ্যালাৰ্ম?

    পুলিশের প্রাথমিক অনুমান, ইঁদুরের উপদ্রবের কারণে সেন্সর এবং সিকিউরিটি অ্যালার্ম উভয়ই একসঙ্গে বেজে উঠতে পারে। যান্ত্রিক ত্রুটি হতে পারে বলেও আশঙ্কা। সংশ্লিষ্ট কর্মীদের ডেকে এনে সে ব্যাপারে পরীক্ষা করা হয়। তবে স্টেট্ ব্যাঙ্কের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। 

    পাশের এক দোকানদার রমেশ বিশ্বাস বলেন, ‘হঠাৎ করেই সাইরেন বেজে উঠল। কেন এটা হলো সেটা ব্যাঙ্কের ম্যানেজার বলতে পারবেন। তবে কোনও সিকিউরিটি গার্ড ছিল না। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।’ তবে গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। 

  • Link to this news (এই সময়)