• মুক্ত সংশোধনাগার থেকে পলাতক খুনের আসামি! লালগোলা থানায় অভিযোগ কারা কর্তৃপক্ষের
    আনন্দবাজার | ৩০ মার্চ ২০২৫
  • সংশোধনাগারের স্বাভাবিক নিয়মে বাইরে বেরিয়েছিলেন বন্দি। কিন্তু তিনি আর ফেরেনি সংশোধনাগারে। পাঁচ দিন পার হয়ে গিয়েছে। এখনও খোঁজ নেই খুনের মামলায় সাজাপ্রাপ্ত সেই বন্দির। পলাতকের খোঁজে তল্লাশি চলছে। পুলিশে একটি অভিযোগও দায়ের করেছেন কারা কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের লালগোলায়।

    কারা কর্তৃপক্ষ সূত্রে খবর, কিছু দিন আগে তাপস বিশ্বাস নামে এক আসামিকে মুর্শিদাবাদের লালগোলা মুক্ত সংশোধনাগারে আনা হয়েছিল। সংশ্লিষ্ট সংশোধনাগারের নিয়ম অনুযায়ী, সকালে বন্দিদের জেল থেকে বার করা হয়। তাঁদের দিয়ে বেশ কিছু কাজ করানো হয়। তার পর বিকেলে আবার জেলে আসেন। বুধবারও তাই হয়েছিল। কিন্তু বিকেলে তাপস আর জেলে ফেরেননি। তাঁর খোঁজ শুরু হয়। তার পর পাঁচ দিন কেটেছে। কোথাও পাওয়া যায়নি খুনের মামলার ওই আসামিকে। স্বাভাবিক ভাবে কারা কর্তৃপক্ষের নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে। তবে কারা কর্তৃপক্ষের তরফে লালগোলা থানায় লিখিত আকারে অভিযোগ দায়ের হয়েছে।

    পুলিশ সূত্রে খবর, খুনের মামলায় সাজাপ্রাপ্ত তাপসের বাড়ি নদিয়ার শান্তিপুর থানার বেছারিয়া মাঠপাড়া গ্রামে। তাপস সেখানে পালিয়েছেন কি না, খোঁজ করা হচ্ছে।

    লালগোলা মুক্ত সংশোধনাগারের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক উত্তম কুমার বলেন, ‘‘এই মুক্ত সংশোধনাগারের ধারণা অন্যান্য জেলের তুলনায় আলাদা। এখানকার বন্দিরা সকলে সকালে কাজে যান। বিকেলে আবার ফিরে আসেন। কিন্তু ওই ব্যক্তি (তাপস) ফেরেননি। আমরা থানায় অভিযোগ দায়ের করেছি।’’
  • Link to this news (আনন্দবাজার)