• ডিজিটাল অ্যারেস্টের পান্ডা লুকিয়ে ছিল কলকাতায়, ধরে ফেলল মুম্বই পুলিশ
    হিন্দুস্তান টাইমস | ৩১ মার্চ ২০২৫
  • ডিজিটাল অ্য়ারেস্ট। বোকা বানিয়ে প্রতারকরা হাতিয়ে নেয় লক্ষ লক্ষ টাকা। এবার সেই ডিজিটাল অ্য়ারেস্ট চক্রের পান্ডা লুকিয়ে ছিল কলকাতায়। স্থানীয় পুলিশের সহযোগিতায় অভিযান চালায় মুম্বই সাইবার সেল টিম। সেক্সপিয়র সরণীর একটি অফিসে অভিযান চালানো হয়। সেখান থেকে গ্রেফতার করা হয়েছে ডিজিটাল অ্য়ারেস্টের কিংপিনকে। খবর টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে।

    ধৃতের নাম সৌরীশ নাগ। বয়স ৪১ বছর। মুম্বইতে একটি ডিজিটাল অ্যারেস্ট কাণ্ডের অভিযোগে গ্রেফতার করা হয় তাকে। সেই সময় ১.৪ কোটি টাকার প্রতারণা করা হয়েছিল। তবে পুলিশ জানতে পেরেছে সম্প্রতি দক্ষিণ মুম্বইতে ডিজিটাল অ্যারেস্টের প্রতারণা চক্র সক্রিয় হয়েছিল। প্রায় ২০ কোটির প্রতারণা চক্র। মুম্বই সাইবার সেল অপর অভিযুক্ত বাপী দাসকেও বাংলা থেকে গ্রেফতার করেছিল। অপর একটি প্রতারণায় তাকে গ্রেফতার করা হয়েছিল। দক্ষিণ মুম্বইয়ের ৮৬ বছর বয়সি এক মহিলার সঙ্গে প্রতারণা করা হয়েছিল বলে অভিযোগ।

    তদন্তে দেখা গিয়েছে, আর্থিক প্রতারণার একটা দুষ্টচক্র কাজ করছে। মহারাষ্ট্র, অসম বাংলা জুড়ে ছড়ানো রয়েছে সেই চক্র। কমপক্ষে ১৩টি ব্যাঙ্ক অ্য়াকাউন্টের মাধ্যমে এই টাকা হাতিয়ে নেওয়া হত।

    সূত্রের খবর, বাপী দাসের অ্য়াকাউন্টে গিয়েছে ৩৮ লাখ টাকা আর সৌরীশের কাছে গিয়েছে ১.৪ কোটি। নদিয়ার রানাঘাটে অপারেশন নেমেছিল পুলিশ। সেখানে বাপীর সন্ধান মেলে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)