নিজস্ব প্রতিনিধি, মালদহ: উৎসবের সপ্তাহে মালদহের শান্তির পরিবেশ বজায় রাখতে জরুরি ভিত্তিতে বৈঠক করল প্রশাসন। কড়া নজরদারি চালানোর নির্দেশ দিয়ে জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া রবিবার বলেন, আমরা সবদিকে নজর রাখছি। সবাই যাতে নির্বিঘ্নে নিরাপদে উৎসব পালন করতে পারেন, সবসময় সেই চেষ্টা করা হচ্ছে। এদিকে মালদহের সম্প্রীতি নষ্ট করার চেষ্টা হলে, তা বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দিলেন আব্দুর রহিম বক্সি।
রবিবার বিকেলে পুলিস, প্রশাসন, জনপ্রতিনিধি সহ রামকৃষ্ণ মিশন, যাদব সমাজ, আদিবাসী সম্প্রদায়, গীর্জার ফাদার, ইমাম, মালদহ মার্চেন্টস চেম্বার অফ কমার্স সহ সমস্ত লাইন ডিপার্টমেন্টকে বৈঠক ডাকেন জেলাশাসক। প্রশাসন সূত্রে খবর, রাম নবমী, ঈদ, পয়লা বৈশাখ থেকে শুরু করে গুড ফ্রাইডে সহ একাধিক অনুষ্ঠান রয়েছে। উৎসবের মুখে মালদহ জেলার শান্তি, শৃঙ্খলা বজায় রাখতেই জরুরি ভিত্তিতে এই বৈঠক ডাকা হয়। কী কী ব্যবস্থাপনা করা দরকার, তার পর্যালোচনা করা হয় পুলিস, প্রশাসন, বিডিও সহ সমস্ত লাইন ডিপার্টমেন্টকে নিয়ে পাশাপাশি, উৎসবে শান্তিশৃঙ্খলা বজায় রাখার বিষয়েও বিস্তারিত আলোচনা হয় এদিনের বৈঠকে।
জেলাশাসক আরও বলেন, শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য এই বৈঠক করা হয়েছে। জনপ্রতিনিধি, বণিকসভা, ধর্মীয় ব্যক্তিত্বরা ছিলেন। প্রত্যেকের বক্তব্য শুনে নোট করা হয়েছে।
এদিন মালদহ মার্চেন্টস চেম্বার অফ কমার্সের তরফে আসন্ন অনুষ্ঠানগুলিতে ডিজে বক্স ব্যবহার বন্ধের আবেদন করা হয়। তাঁদের এই বক্তব্যকে স্বাগত জানিয়ে জেলাশাসক জানান, যা নিয়মে আছে, সেটা পালন করতে হবে। সংগঠনের সাধারণ সম্পাদক উত্তম বসাক এদিনের বৈঠকে বলেন, রাজনৈতিক দলগুলি যেভাবে মানুষকে বিভ্রান্ত করছে, সেই জায়গা থেকে বেরিয়ে এসে ব্যবসায়ী এবং সাধারণ মামুষের সুরক্ষার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মালদহের শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।
অন্যদিকে, এদিন দুপুরে মালদহের শান্তিশৃঙ্খলা বজায় রাখা নিয়ে জেলা তৃণমূলের সাংগঠনিক বৈঠক হয়। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতির সদস্য, ব্লক সভাপতি, দুই পুরসভার কাউন্সিলারদের নিয়ে জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি বৈঠক করেন।
মালদহ তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলামের বাংলায় সম্প্রীতি বজায় রাখতে আমাদের মুখ্যমন্ত্রীর চেষ্টার অন্ত নেই। আমরাও সবরকমভাবে সেই চেষ্টা করছি।
এদিকে বৈঠক শেষে রহিম বক্সি ঘুরিয়ে বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে সংবাদমাধ্যমকে বলেন, মালদহে হিন্দু-মুসলিম ভাই ভাই। যারা এই সাম্প্রদায়িক সম্প্রীতি ভাঙার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো হবে।