• ১১ দিন বন্ধ লোলাবাগ শ্মশানের চুল্লি, পুরাতন মালদহে ফিরে যেতে হচ্ছে দেহ নিয়ে
    বর্তমান | ৩১ মার্চ ২০২৫
  • সংবাদদাতা, পুরাতন মালদহ: ১১ দিনের বেশি সময় বন্ধ পুরাতন মালদহ পুরসভার লোলাবাগ শ্মশানের ইলেকট্রিক চুল্লি। যান্ত্রিক ত্রুটির জন্য চুল্লি বন্ধ থাকায় দাহ করা যাচ্ছে না। শনিবার রাতে ওই শ্মশানে মরদেহ নিয়ে এলেও শেষকৃত্য না করে একটি পরিবারকে ফিরে যেতে হয়েছে বলে দাবি স্থানীয়দের। স্থানীয় কাউন্সিলার দ্রুত যান্ত্রিক ত্রুটির সমাধানের দাবি জানিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। পাশাপাশি পুরসভার কাছে শ্মশান সংলগ্ন মহানন্দায় সিঁড়ি ঘাট নির্মাণ, শ্মশানের কর্মীদের সাম্মানিক বৃদ্ধি  সহ তোরণ করার দাবি জানিয়েছেন।

    পুরসভা এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালের ১১ মার্চ শহরের ২ নম্বর ওয়ার্ডের লোলাবাগে ইলেকট্রিক চুল্লির (টাইপ-১) চালু করা হয়। তারপর থেকে ওই শহরের পাশাপাশি স্থানীয় ব্লকের বাসিন্দারা মরদেহ নিয়ে সংশ্লিষ্ট শ্মশানে শেষকৃত্য করতে আসেন। যান্ত্রিক ত্রুটির জন্য দাহ বন্ধ রয়েছে বলে পুরসভা কর্তৃপক্ষ চলতি মাসের ১৯ মার্চ নোটিশে জানিয়েছিল। লোলাবাগের বাসিন্দা পরিতোষ এবং রিয়া দাস, রঞ্জন বিশ্বাস বলেন, শুনেছি মেশিন পুড়ে গিয়েছে। এর আগেও এমন হয়েছে। এর জন্যই মাঝে মধ্যে শ্মশান বন্ধ হয়ে যায়। সাদুল্লাপুর মহাশ্মশানে অনেক দাহ হলেও এমন হয় না। ১১ দিন পার হলেও লোলাবাগের চুল্লি ঠিক করা হচ্ছে না। শনিবার রাতে একটি পরিবার দেহ দাহ করতে এসে ফিরে গিয়েছে। এটা পুরসভার দেখা উচিত।

    শহরের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা বিজেপির মণ্ডল সভাপতি বাসন্তী রায় বলেন, এদিন সংবাদমাধ্যমের মুখে বিষয়টি শুনেছিলাম। এতদিনেও চুল্লি ঠিক হয়নি পুরসভার ব্যর্থতার জন্য। ওই শ্মশান আমাদের ওয়ার্ডে রয়েছে। রাস্তার ধারে শ্মশান লেখা একটা তোরণ বসানোর জন্য পুরসভাকে লিখিত দিয়েছিলাম। সেটাও করেনি পুরসভা।

    পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, চুল্লির একটা মেশিন খারাপ হয়ে রয়েছে। কয়েকদিনের মধ্যেই মেরামত হয়ে যাবে। 
  • Link to this news (বর্তমান)