উজির আলি, চাঁচল: মালদহের চাঁচল সদরের নজরুলপল্লি এলাকায় যেন দ্বিগুণ আনন্দ। ঈদ উপলক্ষে রবিবার সন্ধ্যা থেকেই আনন্দে মাতোয়ারা জরুলপল্লীর বাসিন্দারা। আদর্শ ক্লাবের উদ্যোগে বাহারী ফুল ও টুনি বাল্বের রঙিন আলোয় ঝলমলে হয়ে উঠেছে এলাকার রাস্তাঘাট। এলাকাটি চাঁচল সদরের একেবারে প্রান্তে। প্রায় তিনশো পরিবারের বাস। সম্প্রীতির বিশেষ বার্তাও দেওয়া হয় এদিনে। স্থানীয় সঞ্জীব কুমার সাউ বলেন, ঈদের সকালে প্রতিবেশীদের রান্না করা সিমুই আর পায়েস তৃপ্তির সঙ্গে খাই।
সন্ধ্যায় সবাই জড়ো হয়ে আনন্দ করি। জয়ন্ত মণ্ডলের কথায়, ঈদ হোক বা পুজো, আমরা একসঙ্গে আনন্দ করি।
আদর্শ ক্লাবের সম্পাদক জিয়াউল আনসারি বলেন, প্রতিটি উৎসবে এলাকার সবাই একসঙ্গে আনন্দ করি। গত সাতবছর জাঁকজমক করে উত্সবের সময় এলাকা সাজিয়ে তোলা হয়। এবার লক্ষাধিক টাকা খরচ হয়েছে।
ক্লাবের সদস্য রুহুল আমিন (জনি) বলেন, এখানে দু’দিন মেলা বসে। শিশু ও যুবদের কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
ক্লাবের কর্মকর্তা নিজামুদ্দিন আহমেদ ও টিঙ্কু আলির কথায়, ঈদে যাতে এলাকার যুবকরা বাইরে ঘুরতে গিয়ে বাইক নিয়ে দাপাদাপি না করে সেজন্য বিশেষ বার্তা দেওয়া হচ্ছে। এখানকার মেলায় জমজমাট ভিড় হয়।উকিলুদ্দিন আহমেদ বলেন, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।