• রেলের অনীহা, দক্ষিণ দমদম পুরসভাই তৈরি করবে রাস্তা
    বর্তমান | ৩১ মার্চ ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: রেল লাইন লাগোয়া রাস্তা। বড় গাড়ি চলে না এই রাস্তায়। ফলে দ্রুত যাতায়াতের সুবিধা থাকায় রোজ হাজার হাজার মানুষ যাতায়াত করে। অথচ তা খানাখন্দে ভর্তি। কোনওদিন তাতে পিচের আস্তরণ পড়েনি। রেলের জায়গা হওয়ায় পুরসভা সংস্কারের কাজ করতেও পারছে না। বহুবার রেলকে চিঠি দিয়ে রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও কোনও লাভ হয়নি। এবার ওই রাস্তা সংস্কারের জন্য এনওসি চেয়ে চিঠি দিলেন রেলের ডিআরইউসিসি মেম্বার তথা দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলার সুরজিৎ রায়চৌধুরী (ট্যাবলা)। তিনি দাবি করেছেন, রেল শুধু অনুমতি দিলে মানুষের স্বার্থে দক্ষিণ দমদম পুরসভা রাস্তা তৈরি ও সংস্কারের কাজ করতে প্রস্তুত। পূর্ব রেলের তরফে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।

    দক্ষিণ দমদম পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের সূর্যসেন নগর (জ্যোতিনগর) থেকে দমদম গোরাবাজার ক্যান্টনমেন্ট পর্যন্ত রেল লাইনের ধার দিয়ে একটি রাস্তা রয়েছে। এলাকাবাসীরা নিজেদের প্রয়োজনে প্রায় দেড় কিলোমিটারের এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। এই রাস্তায় বড় গাড়ি যাতায়াত করে না। তাই ট্রাফিক জ্যামের সমস্যা না থাকায় স্কুলপড়ুয়া থেকে অফিস যাত্রী, সাধারণ মানুষের কাছে রাস্তাটি খুবই কাজের। ক্যান্টনমেন্ট এলাকার বড় অংশের বাসিন্দা এই রাস্তা দিয়েই দমদম রোডে যাতায়াত করেন। একইভাবে দক্ষিণ দমদমের বাসিন্দারা ক্যান্টনমেন্ট ও গোরাবাজারে যান।

    সমস্যা হল, রাস্তাটি খানাখন্দে ভর্তি। বর্ষার সময় পাশে থাকা রেল লাইনের জলে রাস্তা ভেসে যায়। তার মধ্য দিয়েও যাতায়াত করতে হয় সাধারণ মানুষকে। রেলকে বার বার চিঠি দেওয়া হলেও সমস্যার সমাধান হয়নি। এমনকী রেল কর্তৃপক্ষ একাধিকবার ওই রাস্তা পরিদর্শন করলেও তা সংস্কারে কোনও অর্থ বরাদ্দ করেনি। এই পরিস্থিতিতে পুরসভা নিজের অর্থে ওই রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছে। এনওসি চেয়ে পূর্ব রেলের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারকে চিঠি দেওয়া হয়েছে। স্থানীয় কাউন্সিলার সুরজিৎ রায়চৌধুরী বলেন, পুরসভা নিজের টাকায় ওই রাস্তার কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু জমিটি রেলের। তাই তাদের এনওসি চাওয়া হয়েছে। ওই জায়গায় কোনও স্থায়ী কাঠামো তৈরি হবে না। শুধু রাস্তাটি সংস্কার করা হবে।
  • Link to this news (বর্তমান)