• হাওড়ায় আবর্জনা সরাতে ব্যবহার করা হবে অতিরিক্ত ২০টি ডাম্পার
    বর্তমান | ৩১ মার্চ ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়ার আবর্জনা সমস্যার এখনও পুরোপুরি সমাধান হয়নি। টানা পাঁচদিন ধরে জঞ্জাল সাফ হয়নি বলে রবিবার শরৎ চ্যাটার্জি রোড অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। চ্যাটার্জি হাট থানার পুলিস অবরোধ তোলে। এদিন আবর্জনা পরিস্থিতি দেখার জন্য রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম হাওড়ায় পরিদর্শনে পাঠান সুডার ডিরেক্টর জলি চৌধুরীকে।

    পুরসভার দাবি, এখন শহর আবর্জনামুক্ত করতে দিনরাত কাজ চলছে। অতিরিক্ত ডাম্পার ব্যবহারের নির্দেশ দিয়েছেন ডিরেক্টর। মানুষের অভিযোগ, ভূমিধসের কারণে বেলগাছিয়ায় আবর্জনা ফেলা বন্ধ হওয়ার পর ভ্যাটগুলি পরিণত হয়েছিল ছোটখাট ভাগাড়ে। উল্টোদিকে চিন্তা বাড়িয়েছে জঞ্জালের গাড়ি। অধিকাংশ গাড়ির বেহাল দশা। এর পাশাপাশি আবর্জনা ফেলার বিকল্প জায়গা চিহ্নিত না হওয়ার কারণেও বেড়েছে সমস্যা। বর্তমানে হাওড়ার আবর্জনা নিয়ে যাওয়া হচ্ছে কলকাতার ধাপার ডাম্পিং গ্রাউন্ডে। হাওড়া পুরসভা ঈদের আগে জঞ্জাল সাফ করতে নির্দেশ দিয়েছিল এজেন্সিগুলিকে। সে কাজ চলছে। এদিন জি টি রোডের সন্ধ্যাবাজার থেকে কাজিপাড়া, উত্তর হাওড়ার পিলখানা, কদমতলা, চ্যাটার্জি হাট, টিকিয়াপাড়া বাজার সহ বিভিন্ন এলাকার ভ্যাট পরিদর্শন করেন সুডার ডিরেক্টর জলি চৌধুরী। ছোট ভ্যাটগুলি সংস্কারের প্রয়োজন আছে বলে জানান হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী। সেগুলি দ্রুত সংস্কারের আশ্বাস দেন সুডার ডিরেক্টর। পাশাপাশি একবেলাও যাতে ভ্যাটের আবর্জনা না জমে তার জন্য অতিরিক্ত গাড়ি ব্যবহারের নির্দেশ দেন। 

    পুরসভার মুখ্য প্রশাসক বলেন, ‘৫০টি গাড়ি ব্যবহার করা হচ্ছে। সুডার থেকে আরও ২০টি ডাম্পার মিলবে। ভ্যাটের আবর্জনা তুলতে ছ’চাকার পাশাপাশি দশ চাকার ডাম্পারও ব্যবহার হবে।’
  • Link to this news (বর্তমান)