• ধাপার বিকল্পের জন্য জমি চাই, নবান্নকে চিঠি পুরসভার
    এই সময় | ৩১ মার্চ ২০২৫
  • এই সময়: কলকাতার ধাপার ডাম্পিং গ্রাউন্ড দৈনিক ২৫০০ টন বর্জ্য ধারণের ক্ষমতা রাখে। সেখানে দ্বিগুণ পরিমাণ বর্জ্য জমা হচ্ছে প্রতিদিন। এ ভাবে চলতে থাকলে হাওড়ার বেলগাছিয়ার ঘটনার পুনরাবৃত্তি ধাপাতেও হওয়ার আশঙ্কা করছেন কলকাতা পুরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের আধিকারিকরা। সামগ্রিক পরিস্থিতির কথা জানিয়ে সম্প্রতি কলকাতা পুরসভার তরফে নবান্নে চিঠি দেওয়া হয়েছে।

    সরকারি সূত্রে খবর, ওই চিঠিতে ধাপার পাশে ৭৩ হেক্টর জমি জরুরি ভিত্তিতে অধিগ্রহণের জন্য অর্থ বরাদ্দ করার আর্জি জানানো হয়েছে। দৈনিক বর্জ্য জমার পরিমাণ কমাতে নতুন জমিতে ডাম্পিং গ্রাউন্ড তৈরির পাশাপাশি বর্জ্যকে পুনরায় ব্যবহার করে জৈব গ্যাস ও জৈব সার তৈরির পরিকল্পনা রয়েছে পুরসভার। একই সঙ্গে নতুন করে যাতে আর কোনও পুর এলাকার বর্জ্য ধাপায় না ফেলার নির্দেশ দেওয়া হয়, সেই আর্জিও জা‍নানো হয়েছে ওই চিঠিতে।

    ১৯৮৭–তে ধাপা এলাকায় ৬০ একর জায়গাকে চিহ্নিত করা হয়েছিল বর্জ্য ফেলার জন্য। আগামী ২৫ বছরের কথা মাথায় েরখে এই ডাম্পিং গ্রাউন্ড বানানো হলেও কলকাতার পাশাপাশি সল্টলেক–সহ বেশ কয়েকটি পুরসভার বর্জ্য জমা হচ্ছে ধাপায়। পরিসংখ্যান অনুযায়ী, কলকাতার ১৪৪টি ওয়ার্ড থেকে দৈনিক ৪,৫০০ টন বর্জ্য জমা হয় ধাপায়।

    ৫০০ টন বর্জ্য প্রতিদিন ধাপায় জমা হয় লাগোয়া পুর এলাকা থেকে। নতুন জমি পাওয়া েগলে ধাপার উপর চাপ কমবে —এমনটাই আশা পুরকর্তাদের। কলকাতা পুরসভার এক কর্তা বলেন, ‘নতুন করে জমি অধিগ্রহণ না করলে আগামীদিনে বিপর্যয় ঘটতে পারে। সে জন্যই দ্রুততার সঙ্গে আমরা ধাপার পাশাপাশি বিকল্প ডাম্পিং গ্রাউন্ড তৈরি করতে চাইছি আমরা।’

  • Link to this news (এই সময়)