• ‘কেউ উস্কানি দিলে ছোঁবেন না, এটা ওদের প্ল্যান’, রেড রোড থেকে সম্প্রীতির বার্তা মমতার
    এই সময় | ৩১ মার্চ ২০২৫
  • ‘...দিনের শেষে আমি একজন ভারতীয়’, সোমবার ইদের সকালে রেড রোড থেকে সম্প্রীতির বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও উস্কানিতে পা না দেওয়ার জন্য আবেদনও করেন তিনি। পাশাপাশি নাম না করে বিরোধীদের ধর্মের নামে ভোটব্যাঙ্কের রাজনীতি করার অভিযোগে কাঠগোড়ায় তুললেন মমতা। ভোটের জন্য ধর্ম নিয়ে কারবার করা রাজনীতিকদের সেই ‘দোকান’ বন্ধ করার হুঁশিয়ারিও দেন মমতা। ইদের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গিয়েছে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

    প্রত্যেক বছরের মতো এই বছরও রেড রোডে আয়োজন করা হয়েছিল নমাজের। এ দিন সকাল ৯টা নাগাদ সেখানে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে সকলকে ইদের শুভেচ্ছা জানান মমতা। এর পর বিরোধীদের একহাত নেন তিনি।

    উস্কানি থেকে সাবধান থাকার সতর্কবার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘কেউ কেউ অশান্তি চায়। দাঙ্গা চায়। প্ররোচনায় পা দেবেন না। এটা ওদের প্ল্যান। কেউ উস্কানি দিলে ছোঁবেন না। জানবেন দিদি রয়েছে। কাউকে ছুঁলে তাঁর গুরুত্ব বেড়ে যায়।’

    লন্ডনের কেলগ কলেজের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘কলকাতা থেকে টিকিট কিনে বাম রাম একসঙ্গে গিয়েছিল। আমাকে জিজ্ঞাসা করেছিল, আপনি কি হিন্দু? আমি বলেছি আমি হিন্দু, মুসলিম, শিখ…দিনের শেষে ভারতীয়। এরা শুধু বিভাজনের রাজনীতি করে।’

    ‘লাল এবং গেরুয়া দুই রাজনৈতিক দল এক হয়ে গিয়েছে’, অভিযোগ মমতার। তিনি বলেন, ‘আমরা একাই একশো। সব ধর্মের জন্য আমার জান কবুল। জীবন দিয়ে দেবো, কিন্তু নিজের আদর্শ থেকে সরব না। সব হিন্দু আপনাদের বিরুদ্ধে নয়, কিছু নেতা এই নিয়ে ব্যবসা করেন, ওই দোকান আমি বন্ধ করে দেবো।’ এ দিন নিজের বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত সম্প্রীতির বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  • Link to this news (এই সময়)