• ইদে আবহাওয়ার ‘ম্যাজিক’, ফের বৃষ্টির পূর্বাভাস, ভিজবে কোন কোন জেলা?
    এই সময় | ৩১ মার্চ ২০২৫
  • উৎসবের দিনে আবহাওয়ার ‘ম্যাজিক’, অস্বস্তিকর গরমের হাত থেকে রেহাই দিয়ে আকাশ সামান্য মেঘলা। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সোমবার ইদের ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৬ ডিগ্রি বেশি।

    কমবে দিনের তাপমাত্রা

    গত কয়েকদিন ধরেই রীতিমতো অস্বস্তি বাড়াচ্ছিল আবহাওয়া। একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছিল। চৈত্রের মাঝামাঝি সময়েই এই পরিস্থিতিতে নাজেহাল হতে হয় সাধারণ মানুষকে। কিন্তু, সোমবার ফের ‘মুড সুইং’ আবহাওয়ার। এ দিন কোনও জেলাতেই তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে না। বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে।

    বৃষ্টির পূর্বাভাস

    একই সঙ্গে বৃষ্টির পূর্বাভাস। ৪ এপ্রিল পুরুলিয়া,বাঁকুড়া,পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, হাওয়া অফিস সূত্রে খবর এমনটাই। এ দিন বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করতে পারে। তাই স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে আঞ্চলিক ভাবে বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে। ৫ এপ্রিল ভিজতে পারে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা।

    অন্যদিকে, উত্তরবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা বাড়তে পারে। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে অস্বস্তিকর আবহাওয়া থাকবে।

    পাশাপাশি কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছুঁয়েছিল। কিন্তু রবিবার কিছুটা কমে তাপমাত্রা। দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি। তবে সোমবার কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

  • Link to this news (এই সময়)