ইদ উপলক্ষে সোমবার শহরের একাধিক রাস্তায় যানচলাচল নিয়ন্ত্রণ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। এ দিন ভোর ৪টে থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের একাধিক রাস্তায় যানচলাচল নিয়ন্ত্রিত হবে। উৎসবের সময়ে নিরাপত্তা, সাধারণ মানুষের সুবিধা এবং প্রয়োজন মতো যানচলাচল নিয়ন্ত্রণ করে পুলিশ। পাশাপাশি সাধারণ মানুষের যাতে কোনও সমস্যা না হয় সেই জন্য রাস্তায় উপস্থিত থাকবেন প্রচুর পুলিশ কর্মী।
কোন কোন রাস্তা এড়িয়ে চলবেন?
রেড রোড: ৩০ মার্চ রাত ১০টা থেকে ৩১ মার্চ দুপুর ১২টা পর্যন্ত কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা রেড রোড সম্পূর্ণ ভাবে বন্ধ থাকবে।
কোন কোন রাস্তায় গাড়ি চলাচল নিয়ন্ত্রিত হবে?
সোমবার ভোর ৪টে থেকে বেলা ১২টা পর্যন্ত কলকাতার একাধিক রাস্তায় ট্রাম, গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ বা গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা, যেমন
মানিকতলা মেন রোড, আরজি কর রোড, নর্থ শিয়ালদহ রোড, বেলগাছিয়া রোড, চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের বিবি গাঙ্গুলি স্ট্রিট এবং বিবেকানন্দ রোডের মধ্যবর্তী অংশ, নিউ রোড-সহ একাধিক রাস্তা।
ট্রাফিক পুলিশ প্রতি রাস্তার মোড়ে উপস্থিত থাকবেন যাতে গাড়ি চালক এবং পথচারীদের সমস্যা না হয়। বিকল্প রাস্তার হদিশ দিয়ে তাঁদের সাহায্য করা হচ্ছে।
ট্রাম পরিষেবা সাময়িক বন্ধ
এ দিন কলকাতার লেনিন সরণি এবং রফি আহমেদ কিদোয়াই রোডে দুপুর ১২টা পর্যন্ত ট্রাম চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।
পণ্যবাহী গাড়ির ক্ষেত্রে নির্দেশ
উৎসবের দিনে কলকাতার একাধিক রাস্তায় বেলা ১২টা পর্যন্ত পণ্যবাহী গাড়ি প্রবেশের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে অক্সিজেন, ওষুধ, শাক-সব্জি, ফল, দুধ, এলপিজি সিলিন্ডার, পেট্রলিয়াম পণ্য,মাছ বহনকারী গাড়িগুলিকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা হচ্ছে না।
এসপ্ল্যানেড বাসস্ট্যান্ড
এ দিন এসপ্ল্যানেড কমপ্লেক্সে বাসস্ট্যান্ড অন্যত্র সরানো হবে না। এ ক্ষেত্রে নিউ রোড অথবা ডাফরিন রোড দিয়ে সেখানে ঢুকতে হবে। রানি রাসমণি অ্যাভিনিউ অথবা ট্রাম লাইন দিয়ে বেরনো যাবে।