শেওড়াফুলিতে সারা বাংলা দ্বৈত ক্যারম প্রতিযোগিতা সমাপ্ত, চ্যাম্পিয়ন অমিত কর্মকার ও হায়দার আলি...
আজকাল | ৩১ মার্চ ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সারা বাংলা দ্বৈত ক্যারম প্রতিযোগিতা অনুষ্ঠিত হল হুগলির শেওড়াফুলিতে। সুকান্ত স্মৃতি সংঘের উদ্যোগে এবং নব তরুণ সংঘের সহযোগিতায় শেওড়াফুলি জমিদার রোডের রামকৃষ্ণ ভবনে দুইদিনব্যাপী এই প্রতিযোগিতা আয়োজিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ৩২টি টিমের ৬৪ জন প্রতিযোগী।
রবিবার প্রতিযোগিতার শেষ দিনে কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে অমিত কর্মকার ও হায়দার আলি জয়ী হয়, আর রানার-আপ হন শেখ শারিফ ও আসিফ ইকবাল। খেলার শেষে বিজয়ী এবং বিজিত দলকে পুরস্কার দেওয়া হয়।
এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন সুকান্ত স্মৃতি সংঘের উদ্যোক্তা প্রবীর কুমার বসু, নব তরুণ সংঘের প্রতাপ চন্দ্র দাস, ক্রীড়াবিদ পার্থ ব্যানার্জী, অরুন নাগ, শেওড়াফুলি ফাঁড়ির ইনচার্জ সুমন্ত নন্দী, বৈদ্যবাটি পুরসভার কাউন্সিলর মহুয়া ভট্টাচার্যসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।