ফের দুর্যোগের ঘনঘটা! ঝেঁপে বৃষ্টি নামবে জেলায় জেলায়, আবহাওয়ার বড় আপডেট ...
আজকাল | ৩১ মার্চ ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মার্চেই গরমে হাঁসফাঁস দশা। চড়া রোদে রীতিমতো অস্বস্তিতে সাধারণ মানুষ। তবে এপ্রিলের শুরুতেই তীব্র গরম থেকে সাময়িকভাবে স্বস্তি মিলবে। ফের স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। একটানা একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী পাঁচদিন তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না দক্ষিণবঙ্গে। চড়া রোদে আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হবে জেলায় জেলায়।
হাওয়া অফিস আরও জানিয়েছে, দিন কয়েকের মধ্যেই বাংলার আবহাওয়া ফের বদলাবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। কোথাও ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই।
শুক্রবার থেকে টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে জেলায় জেলায়। শুক্রবার, ৪ এপ্রিল বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায়। শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হতে পারে। রবিবারেও এই চার জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে মনোরম আবহাওয়া অব্যাহত রয়েছে। আগামী সাতদিনে কোথাও ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। এমনকী তাপমাত্রার পারদ বিশেষ ওঠানামা করবে না।