• 'ওদের দাঙ্গার প্ল্যানে পা দেবেন না, পাশে দিদি আছে,' মুসলিম সমাজকে বার্তা মমতার
    আজ তক | ৩১ মার্চ ২০২৫
  • প্রতিবারই ইদে  রেড রোডে নমাজ পাঠ অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও সেই নিয়মে অন্যথা হল না। লন্ডন সফর শেষে কলকাতায় ফিরেই রেড রোডে খুশির ইদে সামিল হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই রাজ্যবাসীকে ফের একবার সম্প্রীতির বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী।

    রেড রোডের অনুষ্ঠানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা বিভাজনের রাজনীতি করি না।  ইদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি এদিনও বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। বলেন, “ওরা চায় বিভাজন।” এরপরই সতর্ক করে বললেন, “কারও প্ররোচনায় পা দেবেন না। কেই প্ররোচিত করলে মনে রাখবেন পাশে দিদি আছে।" 

    বাংলার মুখ্যমন্ত্রী বলেন, “ওরা দাঙ্গার প্ল্যান করছে, আপনারা এই খেলায় পা দেবেন না,সবাই খুশি থাকুন। কেউ কিছু বললে মনে রাখবেন দিদি আছে আপনাদের সঙ্গে। যে চেঁচাচ্ছে তাকে চেঁচাতে দিন। "  মমতা বন্দ্যোপাধ্যায়ে এদিন আরও বলেন, "নবরাত্রির জন্যও শুভ কামনা, আমি চাইব না তারজন্য দাঙ্গা করুক কেউ। সব ধর্মের জন্য আমি লড়াই করব। আমি প্রাণ দেব, আদর্শ ছাড়ব না। "

    মুখ্যমন্ত্রীর কথায়, "একটা বিশেষ দল বাংলায় দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে। ওদের একটাই আওয়াজ দাঙ্গা করো, কিন্তু এখানে আমরা হিন্দু-মুসলিম সবাই ভাই ভাই। এখানে বিভাজনের রাজনীতি বরদাস্ত করব না"। মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে দাঁড়িয়ে আরও বলেন, “সাধারণ মানুষ দাঙ্গা করে না, একটি নির্দিষ্ট পার্টি দাঙ্গা করে।" সেইসঙ্গে যোগ করেন, “ আমি রামকৃষ্ণ বিবেকানন্দের ধর্ম মানি। জুমলা পাটির ধর্ম মানি না। আপনাদের বিরুদ্ধে কেউ নেই। একতা বজায় রাখুন। পরিবার নিয়ে শান্তিতে থাকুন, কোনওরকম দাঙ্গা করতে দেবেন না, পরিকল্পনায় পা দেবেন না। "

    এদিন রেড রোডের মঞ্চ থেকে রাজ্যের দুই বিরোধী দলের বিরুদ্ধে তির ছোড়েন তৃণমূল সুপ্রিমো। তাঁর কথায়, ‘রাম-বাম আমাকে প্রশ্ন করে, আপনি হিন্দু কিনা? আমি উত্তর দিয়েছি, আমি হিন্দু, মুসলিম, শিখ ও দিনশেষে ভারতীয়। এরা কী চায়? শুধু বিভাজনের রাজনীতি করে। আমি নিজের জীবন দেশের জন্য ত্যাগ করেছি।’
  • Link to this news (আজ তক)