• হাঁসফাঁস গরমেই কাটবে ইদ, বৃষ্টি হতে পারে এদিন থেকে
    আজ তক | ৩১ মার্চ ২০২৫
  • কলকাতার পারদ ৩৫ ডিগ্রিতে। তাপপ্রবাহের মতো পরিস্থিতি রাজ্যের একাধিক জেলায়। চৈত্রেই রাতের গরম ঘুম কাড়ছে।  গোটা দক্ষিণবঙ্গজুড়েই হট ডে পরিস্থিতি। মার্চ মাসের শেষ লগ্নেই গরমে হাঁসফাঁস করছে সকলে। কবে এই গরম থেকে স্বস্তি মিলবে? আজ থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে কি বৃষ্টি হবে? চলুন জেনে নেওয়া যাক হাওয়া অফিসের আপডেট।

    গরমেই কাটবে ইদ
     গরমের অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল দক্ষিণবঙ্গবাসী।  পশ্চিমবঙ্গের সব জেলাতেই হট ডে পরিস্থিতি। পশ্চিমের জেলায় গরম অনেকটাই বেশি অনুভূত হচ্ছে। হাওয়া অফিস বলছে সোমবার ইদের দিন গরমেই কাটবে।  কলকাতার তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। পশ্চিমের জেলায় ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘুরছে। তবে বৃষ্টির এখনই কোনও পূর্বাভাস দিচ্ছে না আবহাওয়া দফতর। মঙ্গলবার থেকে সামান্য কমতে পারে তাপমাত্রা। শুক্রবারের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বিভিন্ন জেলাতে। আপাতত দু’দিন স্বাভাবিকের ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস উপরে থাকবে পারদ। 

    বৃষ্টি কবে হবে
    সোমবার থেকে ৩ এপ্রিল পর্যন্ত রাজ্যের কোন জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। বরং শুষ্ক আবহাওয়ায় অস্বস্তি আরও বাড়বে। ৪ এপ্রিল থেকে রাজ্যের পশ্চিমাঞ্চলে কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন, পুরুলিয়া,বাঁকুড়া,পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। আবহাওয়া দফতর সূত্রে খবর, ওই সময় জঙ্গলমহলের জেলাগুলিতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব দেখা যাবে। ৫ এপ্রিল রাজ্যের আরও কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা।

    উত্তরবঙ্গের পরিস্থিতি
     উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই শুকনো আবহাওয়া। শুধু দার্জিলিং এবং উঁচু পার্বত্য এলাকায় সোমবার  বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা কম। আগামী ৪-৫ দিন একই রকম থাকবে তাপমাত্রা। 

    কলকাতার আবহাওয়া
    অস্বস্তিকর গরম থেকে আপাতত নিস্তার নেই কলকাতাবাসীর। আগামী ৪ দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই শহরে।  রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করছে ৪৪  থেকে ৯১ শতাংশের মধ্যে।  আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২.৬ ডিগ্রি বেশি।
  • Link to this news (আজ তক)