• নিউ টাউনে উদ্ধার টোটোচালকের রক্তাক্ত দেহ, নেপথ্যে পরকীয়া?
    হিন্দুস্তান টাইমস | ৩১ মার্চ ২০২৫
  • কলকাতা লাগোয়া নিউ টাউনের ১৪ নম্বর ট্যাঙ্কের কাছ থেকে উদ্ধার হল এক যুবকের দেহ। নিহত সুশান্ত ঘোষ পেশায় টোটোচালক বলে জানা গিয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে সুশান্তবাবুর প্রেমিকা ও তাঁর স্বামীকে আটক করেছে পুলিশ।

    জানা গিয়েছে, রবিবার রাতে নিউ টাউনে ১৪ নম্বর ট্যাঙ্কের কাছে একটি টোটো দাঁড়িয়ে থাকতে দেখেন স্থানীয়রা। কাছে গিয়ে দেখেন, টোটোর পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন এক ব্যক্তি। থানায় খবর দিলে পুলিশকর্মীরা এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন স্থানীয়রা। তদন্তে নেমে পুলিশ জানতে পারেন নিহতের নাম সুশান্ত মণ্ডল। তিনি রাজারহাট রেকজোয়ানির মাঝেরআইট এলাকার বাসিন্দা।

    নিহতের পরিবার জানিয়েছে, স্থানীয় এক গৃহবধূর সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল সুশান্তবাবুর। সেকথা জানাজানি হতে ওই বধূ ও তাঁর স্বামী অন্য জায়গায় বসবাস শুরু করেন। এমনকী বধূর স্বামীকে টোটো কেনার জন্য মোটা টাকা ধার দিয়েছিলেন সুশান্তবাবু। সেই টাকা শোধ করা নিয়ে বিবাদ চলছিল বলে দাবি পরিবারের।

    তাঁদের দাবি, শনিবার বাড়িতে আসেন এক ব্যক্তি। টোটো ভাড়া লাগবে বলে সুশান্তবাবুর ফোন নম্বর নিয়ে যান। রবিবার ফোন করে তাঁকে নিউ টাউন রাম মন্দিরে ডেকে পাঠান। সেখান থেকে ইকো পার্ক পর্যন্ত ভাড়া করেন টোটোটি। যাত্রীদের নামিয়ে রাতে বাড়ি ফিরছিলেন সুশান্ত মণ্ডল।

    ইকো পার্ক থানা সূত্রে খবর, এটি খুন না দুর্ঘটনা তা প্রাথমিকভাবে খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে নিহতের প্রেমিকা ও তাঁর স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)