• লাল আর গেরুয়া এক হয়ে গেছে, হতে দেও, আমি একাই একশো: মমতা
    হিন্দুস্তান টাইমস | ৩১ মার্চ ২০২৫
  • রেড রোডে ইদের নমাজের মঞ্চ থেকে বিজেপি ও বামকে একযোগে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লন্ডনের কেলগ কলেজে তাঁর বক্তব্যের সময় বিক্ষোভকে কটাক্ষ করে তিনি বললেন, রাম - বাম একসঙ্গে টিকিট কেটে গিয়ে আমাকে প্রশ্ন করছে, তুমি কি হিন্দু? মমতা বলেন, রাম - বাম এক হলেও তিনি একাই একশো।

    এদিন মমতা বলেন, ‘নবরাত্রি চলছে। আমি সেজন্যও শুভকামনা দেব। কিন্তু আমি চাই না এজন্য আপনি দাঙ্গা করুন। সাধারণ মানুষ এসব করে না। একটা রাজনৈতিক দল করে। লজ্জার কথা, দুঃখের কথা, যে লাল পার্টি আগে ধর্মনিরপেক্ষতার বড় বড় কথা বলত, আজ লাল আর গেরুয়া এক হয়ে গিয়েছে। হতে দেও। আমি একাই লড়াই করব। আমি একাই একশো।’

    বাম - বিজেপিকে একযোগে কটাক্ষ করে মমতা বলেন, ‘রাম - বাম একসঙ্গে টিকিট কেটে গিয়ে আমারে প্রশ্ন করছে, আপনি কি হিন্দু। আমি বলেছি, আমি হিন্দু, আমি মুসলিম, আমি খ্রীস্টান, আমি শিখ, আমি ভারতীয়? তুমি কী করতে পারবে?’

    নাম না করে বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, ‘আমি রামকৃষ্ণ - বিবেকানন্দের ধর্মকে মানি। জেনেশুনে একটা নোংরা ধর্ম এই ভুয়ো রাজনৈতিক দল বানিয়েছে তাকে আমি মানি না। ওরা হিন্দু ধর্মের বিরুদ্ধে। সমস্ত হিন্দু আপনাদের বিরুদ্ধে নয়। সমস্ত খ্রীস্টান আপনাদের বিরুদ্ধে নয়। কয়েকজন রাজনৈতিক নেতা আছেন। যারা এসব নিয়ে ব্যবসা করেন। ওদের দোকান আমি বন্ধ করে দেব। আপনারা যদি সবাই একজোট থাকেন।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)