• ওদের ফাঁদে পা দেবেন না, আপনাদের সঙ্গে দিদি আছে, গোটা সরকার আছে, রেড রোডে মমতা
    হিন্দুস্তান টাইমস | ৩১ মার্চ ২০২৫
  • কলকাতার রেড রোডে ইদের নমাজের মঞ্চ থেকে মেরুকরণের রাজনীতিকেই আরও পোক্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রেড রোডের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাজির ছিলেন অভিষেক। ১০ মিনিটের ভাষণে মেরে কেটে ১০ লাইন বাংলায় বলেন মমতা। বাকি গোটা ভাষণটাই ছিল হিন্দিতে। এদিন মমতা স্পষ্ট করে দেন, ‘আপনাদের সাথে গোটা সরকার আছে। আপনারা এটা ভাববেন না যে আপনাদের সঙ্গে কেউ কিছু করতে পারবে।’

    এদিন রাখ ঢাক না করে প্রথম থেকেই নাম না করে হিন্দুত্ববাদী শক্তিকে আক্রমণ করেন মমতা। তিনি বলেন, ‘আপনারা এটা ভাববেন না যে আপনারা একা। আমরা সবাই সবরকমভাবে আপনাদের সাথে আছি। আপনারা কেউ ভাববেন না কোথাও কেউ বলল এই নিষেধাজ্ঞা আপনাদের মেনে চলতে হবে… আমারে প্রশ্ন করা হয়েছিল আপনি কি হিন্দু? আমি বলেছি, আমি হিন্দু, আমি মুসলিম, আমি শিখ, আমি খ্রীস্টান, আমি ভারতীয়। তুমি কী করার ক্ষমতা আছে?’

    এর পর সরাসরি হিন্দুত্ববাদী শক্তিকে কাঠগড়ায় তুলে তিনি বলেন, ‘এরা কী চায়? ডিভাইড অ্যান্ড রুল চায়? আমি চাই না। আমার জীবন দেশের জন্য উৎসর্গিত। সঙ্গে আমার জীবন সমস্ত ধর্ম - জাতির জন্য, সমস্ত সম্প্রদায় সমস্ত পরিবারের জন্য। আপনারা ভালো থাকলেই আমি ভালো থাকব।’

    এদিন মমতা স্পষ্ট করে দেন, মুসলিমদের সঙ্গে তাঁর সঙ্গে তিনি নিজে ও তাঁর গোটা সরকার আছে। তিনি বলেন, ‘আমি দাঙ্গা চাই না। কেউ প্ররোচনা দিলে তার পায়ে পা লাগাবেন না। এটাই ওদের পরিকল্পনা। এটা ওদের প্ল্যান্টেড গেম। এই ফাঁদে পা দেবেন না। ওদের ছোঁয়াও উচিত নয়। ওরা আপনাকে কিছু বললে মনে রাখবেন দিদি আমাদের সাথে আছেন। আপনাদের সাথে গোটা সরকার আছে। আপনারা এটা ভাববেন না যে আপনাদের সঙ্গে কেউ কিছু করতে পারবে। যারা চিৎকার করে তাদের চিৎকার করতে দেও। কিন্তু ওদের ছোঁবে না। ওদের ছুঁলে ওরা গুরুত্ব পেয়ে যায়।

    বলছে, চারটে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে। আমি বললাম মণিপুরে কী হয়েছে? উত্তরপ্রদেশে কী হয়েছে? বিহারে কী হয়েছে? রাজস্থানে কী হয়েছে?’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)