• জেলায় জেলায় আংশিক মেঘলা! লু থেকে মিলবে রেহাই? কবে হবে বৃষ্টি?
    ২৪ ঘন্টা | ৩১ মার্চ ২০২৫
  • অয়ন ঘোষাল: কিছুটা দহন জ্বালা কমবে আজ থেকে। বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমান। লু এর পরিস্থিতি থেকে আপাতত কয়েকদিনের জন্য রেহাই। ঘর্মাক্ত পরিচিত গরম ফিরবে বাংলায়। জেলায় জেলায় আংশিক মেঘলা আকাশ। তবে আপাতত বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই। 

    দক্ষিণবঙ্গ

    দিনের তাপমাত্রা কমবে। রাতের তাপমাত্রায় তেমন উল্লেখ্যযোগ্য কোনো উত্থান পতন নেই। জলীয় বাষ্পের পরিমান ধাপে ধাপে বাড়বে। ঘর্মাক্ত পরিস্থিতি তৈরি হলেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি আপাতত আর থাকছে না। 


    জেলায় জেলায় ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে আগামী ৪৮ ঘণ্টায়। ৪ঠা এপ্রিল থেকে পশ্চিমের কয়েকটি জেলা পুরুলিয়া,বাঁকুড়া,পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। বঙ্গোপসাগর থেকে ক্রমাগত জলীয় বাষ্প ভূমিভাগে ঢুকবে আজ থেকে। তাই স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে আঞ্চলিক ভাবে বৃষ্টি হতে পারে এইসব জেলায়। পরের দিন ৫ই এপ্রিল ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। 

    উত্তরবঙ্গ

    পার্বত্য দুই জেলায় হালকা বৃষ্টি। বাকি সব জেলায় প্রায় একইরকম তাপমাত্রা। মালদহ এবং দুই দিনাজপুরে বেশ গরম এবং ঘর্মাক্ত পরিস্থিতি। 

    কলকাতা

    আংশিক মেঘলা আকাশ। কিছুটা স্বস্তি। বাতাসে জলীয় বাষ্পের পরিমান বৃদ্ধি। ঘর্মাক্ত পরিচিত গরম। দিনের তাপমাত্রা বাড়তে বাড়তে প্রায় ৩৮ ছুঁয়ে ফেলেছিল। তা কমে ৩৫ ডিগ্রি। রাতের তাপমাত্রা বৃদ্ধি। 

    পরিসংখ্যান

    কাল রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ৩ ডিগ্রি বেড়ে ২৭.২ ডিগ্রি। কাল দিনের তাপমাত্রা কিছুটা কমে ৩৫ ডিগ্রি। যা প্রায় স্বাভাবিকের ঘরে। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৪৮ থেকে ৮৯ শতাংশ।

  • Link to this news (২৪ ঘন্টা)