মহাকাশ থেকে ফেরার পর প্রথম সামনে আসতে চলেছেন নভোচর সুনীতা উইলিয়ামস। পয়লা এপ্রিল ভারতীয় সময় রাত একটায় সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি।
আসানসোলে রিজার্ভার মেরামতিতে এসে রাজমিস্ত্রি ও এক শ্রমিকের মৃত্যু
ফের ছত্তিসগড়ের দান্তেওয়াড়ায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াই মাওবাদীদের। নিকেশ এক মাওবাদী নেত্রী।
উত্তরবঙ্গের সর্ববৃহৎ নমাজ পাঠের স্থান হিসেবে পরিচিত রয়েছে মালদার সুজাপুরের নয়মৌজা ইদগাহ মাঠটি। সকালেই সেখানে নমাজ পাঠের ভিড়।
মহাকুম্ভে ভাইরাল হওয়া সেই মোনালিসাকে বলিউডে আনতে চাওয়া পরিচালক সনোজ মিশ্র গ্রেপ্তার। তবে কেন এই গ্রেপ্তারি, তা এখনও স্পষ্ট নয়।
ধ্বংসস্তূপে চলছে প্রাণের খোঁজ। উদ্ধার আরও মৃতদেহ। মৃতের সংখ্যা বেড়ে হল ২০০০।
ইদের দিনে সকালে রিজওয়ানুর রহমানের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর পরিবারের সঙ্গে কথাও বলেন মমতা-অভিষেক।
ইদের সকালে কলকাতার একবালপুরের ১৬ আনা মসজিদে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
গভীর রাতে নিউটাউনের ১৪ নম্বর ট্যাঙ্কের কাছে খুন হলেন এক টোটোচালক। তাঁকে কুপিয়ে খুন করা হয়েছে বলে খবর। ঘটনায় গ্রেপ্তার দম্পতি।
‘আগুন নিয়ে খেলা করে, যারা বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে, এদের কোনও ষড়যন্ত্রে পা দেবেন না। এরা ১৮ সিট জিতেছিল, বাংলার লোক এদের ছয় আসনে হারিয়ে দিয়েছে। বিজেপির লোকেরা ধর্মের চশমা খুলে দেখুন, সারা দেশ সঙ্কটে রয়েছে।’ রেড রোডে বার্তা অভিষেকের।
‘কোনও উস্কানিমূলক ভাষণে পা দেবেন না। যে চেঁচাচ্ছে, তাঁকে চেঁচাতে দিন। সরকার আপনাদের পাশে আছে। দেশকে ভাগ করার চেষ্টা ব্যর্থ করব। আমি ইদের শুভেচ্ছাও দেব। নবরাত্রির শুভেচ্ছাও দেব। সব ধর্মের জন্য আমি নিজের জীবনকে উৎসর্গ করতে পারি।’ রেড রোডের মঞ্চ থেকে বার্তা মুখ্যমন্ত্রীর।
‘আমার বাইরে যাওয়ার প্রোগ্রামের থেকে বেশি দরকারি ছিল এই ইদে আপনাদের সঙ্গে সামিল হওয়া। তাই আমি অন্য প্রোগ্রাম বাতিল করে এখানে এসেছি।’
রেড রোডে ইদের শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। উপস্থিত সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
মুদির দোকানের আড়ালে মদ বিক্রির অভিযোগ দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠে। অভিযুক্তের দোকান ভাঙচুর মহিলাদের। ঘটনাস্থলে পৌঁছলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় মহিলারা।
হুগলির পান্ডুয়ায় কলবাজারে ইদের অনুষ্ঠানে উপস্থিত রচনা বন্দ্যোপাধ্যায়।
কলকাতার রেড রোডে শুরু নমাজ পাঠ। আপাতত ১২টা পর্যন্ত ওই রাস্তায় গাড়ি চলাচল বন্ধ
ইদ উপলক্ষে সোমবার শহরের একাধিক রাস্তায় যানচলাচল নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিশ। এ দিন ভোর ৪টে থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের একাধিক রাস্তায় যানচলাচল নিয়ন্ত্রিত। সাময়িক বন্ধ রেড রোডও
পরমাণু সমঝোতা চুক্তিকে ইরান রাজি না হলে ‘বোমা হামলা’র হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে। ট্রাম্পের তরফে এই হুঁশিয়ারি আসতেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ইরান। আন্ডারগ্রাউন্ড চেম্বারে থাকা বিভিন্ন রকমের মিসাইল প্রস্তুত রাখা হয়েছে।
আজ খুশির ইদ অর্থাৎ ইদ-উল-ফিতর। পবিত্র রমজান শেষে সারা দেশে মসজিদে মসজিদে চলছে নমাজ পাঠ।