• বিজেপির লোকেরা ধর্মের চশমা খুলে দেখুন, সারা দেশ সঙ্কটে রয়েছে: অভিষেক
    এই সময় | ৩১ মার্চ ২০২৫
  • ‘বিজেপির লোকেরা ধর্মের চশমা খুলে দেখুন…’, সোমবার রেড রোড থেকে ‘ষড়যন্ত্র’-র অভিযোগ তুলে সাধারণ মানুষকে সতর্ক করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ দিন রেড রোডে প্রতি বছরের মতো নমাজের আয়োজন করা হয়েছিল। সকাল ৯টা নাগাদ সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

    মঞ্চ থেকে সম্প্রীতির বার্তা দেন মমতা। একই সুর শোনা গিয়েছে ডায়মন্ড হারবারের সাংসদের কণ্ঠেও। পাশাপাশি অভিষেকের সতর্কবার্তা, ‘আগুন নিয়ে খেলা করে যারা বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে তাদের কোনও ষড়যন্ত্রে পা দেবেন না।’

    এর পরেই বিজেপিকে এক হাত নেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এখানে বিজেপি ১৮টি আসনে জিতেছিল। কিন্তু, বাংলা মানুষ তাদের ৬টি আসনে হারিয়ে দিয়েছে। বিজেপির লোকেরা ধর্মের চশমা খুলে দেখুন সারা দেশ সঙ্কটে রয়েছে।’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

  • Link to this news (এই সময়)